দিওয়ালিতে জিও-র বাম্পার অফার, মাত্র ৬৯৯ টাকায় কিনুন জিওফোন, সঙ্গে পান আরও অনেক কিছু
Last Updated:
জিও ফোন কেনার সময় আপনাকে কোনও পুরনো ফোন এক্সচেঞ্জও করতে হবে না।
advertisement
1/6

মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার দশেরা, দিওয়ালি বাম্পার অফার নিয়ে হাজির জিও।
advertisement
2/6
এবার জিও ফোনে পাওয়া যাবে মাত্র ৬৯৯ টাকায়। জিও ফোন কেনার সময় আপনাকে কোনও পুরনো ফোন এক্সচেঞ্জও করতে হবে না।
advertisement
3/6
এই দামে অনেক এখনও অনেক কোম্পানির 2G ফোন পাওয়া যায় বাজারে। এর জন্য অনেক গ্রাহকরা ফিচার ফোনে 4G ব্যবহার করতে পারতো না।
advertisement
4/6
জিও ফোন কিনতে ও 2G থেকে 4G-তে মাইগ্রেট করতে আপনাকে জমা দিতে হবে ৭০০ টাকা। আর এই ৭০০ টাকার বিনিময় কম্পানি আপনাকে দেবে আরও অনেক পরিষেবা।
advertisement
5/6
জিও ফোন কেনার পরে প্রথম ৭টি রিচার্জে কোম্পানির তরফ থেকে আপি পেয়ে যাবেন অ্যাডিশনাল ৯৯ টাকার ডেটা বেনিফিট। এই ৭০০ টাকার ডেটা বেনিফিটের সাহায্যে জিও ফোনের গ্রাহকরা পেয়ে যাবেন এন্টারটেনমেন্ট, পেমেন্ট, ই-কমার্স, এডুকেশন, লার্নিং, ট্রেন বুকিং, বাস বুকিং, ইত্যাদি সার্ভিস ব্যবহার করার সুযোগ।
advertisement
6/6
মানে জিও গ্রাহকারা পেয়ে যাবেন ১৫০০ টাকার বেনিফিট।