TRENDING:

এবার মাত্র ৮০০ টাকায় বাড়ি নিয়ে যান Xiaomi-র জনপ্রিয় ফোন Redmi Note 9 Pro Max

Last Updated:
জেনে নিন Redmi Note 9 Pro Max-এর দাম আর স্পেসিফিকেশন
advertisement
1/6
এবার মাত্র ৮০০ টাকায় বাড়ি নিয়ে যান Xiaomi-র জনপ্রিয় ফোন Redmi Note 9 Pro Max
আপনি কি Xiaomi-র ফোন কেনার কথা ভাবছেন? না কোনও ভাল অফারের অপেক্ষা করছেন? তাহলে আপানার জন্য রয়েছে সুখবর। আজ কাজ ৬৪ মেপাপিক্সেল ক্যামেরা ট্রেন্ড করছে আর Xiaomi-র ৬৪ মেপাপিক্সেল ক্যামেরা-সহ জনপ্রিয় ফোন Redmi Note 9 Pro Max রয়েছে আকর্ষণীয় অফার। অ্যামাজনে দেওয়া তথ্য অনুযায়ী, Redmi Note 9 Pro Max ফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ৮০০ টাকার ইএমআইতে।
advertisement
2/6
অ্যামাজনে দেওয়া তথ্য অনুযায়ী, Redmi Note 9 Pro Max ফোনটিকে আপনি নিজের করে নিতে পারবেন মাত্র ৮০০ টাকায়। আপনি যদি ফোনটি কেনার সময় IndusInd ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ২৪ মাসের ইএমআই করেন, তাহলে প্রত মাসে আপনাকে দিতে হবে ৮০০ টাকা। অনান্য বাঙ্কের কার্ড ব্যবাহ্র করে ২৪ মাসের ইএমআই করলে গ্রাহকদের মাসে ৮২৫ থেকে শুরু করে ৮৫০ টাকা দিতে হবে প্রতি মাসে।
advertisement
3/6
Redmi Note 9 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১৬,৪৯৯ টাকা থেকে। এই দামে গ্রাহকরা পেয়ে যাবেন ৬ জিবি RAM + ৬৪জিবি স্টোরেজে ভেরিয়েন্টটি। ৬ জিবি RAM + ১২৮জিবি স্টোরেজে ভেরিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা আর ৮ জিবি RAM + ১২৮জিবি স্টোরেজে ভেরিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।
advertisement
4/6
Redmi Note 9 Pro Max-এর ফিচার্স - ডুয়াল সিম Redmi Note 9 Pro Max-এ রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, আর প্রটেকশনের জন্য Gorilla Glass ৫। Redmi Note 9 Pro-এ Android ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G প্রসেসর, রয়েছে Adreno 618 GPU গ্রাফিক কার্ড। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
advertisement
5/6
ছবি তোলার জন্য ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটা আপ। প্রাইমারি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আর সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলে ইন ডিসপ্লে ক্যামেরা।
advertisement
6/6
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth v5.0, ইনফ্রারেড (IR), USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে ৫,০২০ mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এবার মাত্র ৮০০ টাকায় বাড়ি নিয়ে যান Xiaomi-র জনপ্রিয় ফোন Redmi Note 9 Pro Max
Open in App
হোম
খবর
ফটো
লোকাল