TRENDING:

Realme 14 Series: রঙ বদলানো দুর্দান্ত স্মার্টফোন! Realme 14 Pro সিরিজের বিক্রি শুরু, ফিচার ও দাম দেখে নিন

Last Updated:
ভারতের বাজারে এবার চলে এল Realme 14 Pro সিরিজের দুটি মডেলের স্মার্টফোন এবং Realme Buds Wireless 5 ANC। বিক্রি শুরু হয়েছে কলকাতাতেও।
advertisement
1/10
রঙ বদলানো দুর্দান্ত স্মার্টফোন! Realme 14 Pro সিরিজের বিক্রি শুরু, ফিচার ও দাম দেখে নিন
“…ছন্দে ছন্দে কত রঙ বদলায়।” না, সলিল চৌধুরীর গান নয়, কথা হচ্ছে Realme 14 Pro সিরিজের 5G স্মার্টফোন নিয়ে। তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলেই ব্যস। স্মার্টফোনের রঙ পার্ল হোয়াইট থেকে চোখের নিমেষে ভাইব্রেন্ট ব্লু। তাপমাত্রা বাড়লে আবার আগের মতোই।
advertisement
2/10
ভারতের বাজারে এবার চলে এল Realme 14 Pro সিরিজের দুটি মডেলের স্মার্টফোন এবং Realme Buds Wireless 5 ANC। বিক্রি শুরু হয়েছে কলকাতাতেও। রয়েছে নজরকাড়া সব ফিচার। দামও সাধ্যের মধ্যে। তবে ক্ষণে ক্ষণে রঙ বদলানো নিয়েই চর্চা হচ্ছে সবচেয়ে বেশি।
advertisement
3/10
উল্লেখ্য, ডেনমার্কের ডিজাইন স্টুডিও Valeur Designers-এর সহযোগিতায় এই স্মার্টফোন তৈরি করেছে Realme।
advertisement
4/10
Realme 14 Pro+ 5G-তে রয়েছে 6.83 ইঞ্চির ডিসপ্লে, ফ্ল্যাগশিপ Sony IMX882-এর পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, নেক্সট জেনারেশন AI ইমেজিংয়ের জন্য MagicGlow ট্রিপল ফ্ল্যাশ এবং Snapdragon 7s Gen 3 চিপসেট। এতে দেওয়া হয়েছে 6,000mAh টাইটান ব্যাটারি, একটি VC কুলিং সিস্টেম এবং বিশেষ বেজেল-লেস কোয়াড-কার্ভড ডিসপ্লে প্যাক।
advertisement
5/10
আপাতত তিনটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, পার্ল হোয়াইট, সুয়েড গ্রে, এবং এক্সক্লুসিভ বিকানির পার্পল। দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। এটা 8GB+128GB ভেরিয়েন্ট। 8GB+256GB ভেরিয়েনন্টের দাম 29,999 টাকা। আর অফার সহ 12GB+256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 30,999 টাকা।
advertisement
6/10
অন্য দিকে, Realme 14 Pro 5G মডেলে রয়েছে 6.77 ইঞ্চির ডিসপ্লে, Sony OIS ক্যামেরা এবং এআই আল্ট্রা ক্ল্যারিটি 2.0 সিস্টেম, যা ছবি, বিশেষ করে নাইট ফটোগ্রাফির জন্য আদর্শ। এতে রয়েছে MediaTek Dimensity 7300 Energy 5G চিপসেট। সঙ্গে 6,000 mAh-এর টাইটান ব্যাটারি।
advertisement
7/10
আপাতত তিনটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। পার্ল হোয়াইট, সুয়েড গ্রে এবং এক্সক্লুসিভ জয়পুর পিঙ্ক। 8GB+128GB ভেরিয়েন্টের দাম 22,999টাকা। আর 8GB+256GB ভেরিয়েন্ট পড়ছে 24,999 টাকা।
advertisement
8/10
অত্যাধুনিক ফিচারে সাজানো হয়েছে Realme Buds Wireless 5 ANC। এতে রয়েছে ৫০ডিবি হাইব্রিড অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, এএসি মিউজিক প্লেব্যাক সাপোর্ট এবং ৩৮ ঘণ্টার প্লেব্যাক টাইম। মানে সারাদিন ব্যবহারের উপযোগী। আপাতত মিডনাইট ব্ল্যাক, টোয়াইলাইট পার্পল এবং ডন সিলভার, এই তিন রঙে পাওয়া যাচ্ছে। IP55 ডাস্টপ্রুফ ও ওয়াটারপ্রুফ রেটিংও রয়েছে। দাম 1,799 টাকা। তবে বিশেষ অফারে এটা মিলছে 1,599 টাকায়।
advertisement
9/10
লঞ্চ অনুষ্ঠানে Realme-এর এক মুখপাত্র বলেন, “14 সিরিজে গ্রাহক পাচ্ছেন কম দামে সেরা প্রযুক্তি। এটা নিছক স্মার্টফোন নয়, জীবনযাত্রার মান উন্নত করার একটা উপায়ও।” কলকাতায় ফোনের লঞ্চ হল অভিনেত্রী দর্শনা বণিকের হাত ধরেই ৷
advertisement
10/10
রিয়েলমি ১৪ সিরিজ এখন রিয়েলমির অফিসিয়াল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন গ্রাহক।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Realme 14 Series: রঙ বদলানো দুর্দান্ত স্মার্টফোন! Realme 14 Pro সিরিজের বিক্রি শুরু, ফিচার ও দাম দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল