TRENDING:

Ramadan 2021: হোয়াটসঅ্যাপে বিশেষ স্টিকারের মাধ্যমে প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা

Last Updated:
জেনে নিন কিভাবে রমজান স্টিকার ডাউনলোড করে শুভেচ্ছা জানাতে পারবেন হোয়াটসঅ্যাপে
advertisement
1/7
Ramadan 2021: হোয়াটসঅ্যাপে বিশেষ স্টিকারের মাধ্যমে প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা
পবিত্র রমজান ১২ এপ্রিল থেকে শুরু। এদিকে দেশের করোনা গ্রাফ উর্ধ্বমুখী। বাড়তে থাকা করোনা গ্রাফের কথা মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া (Islamic Centre of India) ও বেশ কয়েকটি স্বাস্থ্য ও সাংস্কৃতিক সংগঠন নিরাপদ ও সুস্থ থাকার জন্য প্রোটোকল জারি করেছে। তাই এবছর একে অপরকে শুভেচ্ছা পাঠান হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এই উৎসবের শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই WhatsApp হাজির হয়েছে নতুন স্টিকার প্যাক।
advertisement
2/7
জেনে নিন অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহারকারীরা কিভাবে হোলিরর স্টিকার ডাউনলোড করে শুভেচ্ছা জানাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করুন এবং স্মাইলি আইকনে ক্লিক করে স্টিকার প্যাকে যান।
advertisement
3/7
নতুন স্টিকার প্যাক অ্যাড করার জন্য একয়ি '+’ বাটন থাকবে। এই '+’ আইকনে ক্লিক করুন। এবার স্টিকার আইকনে ক্লিক করলে স্টিকার স্টোর খুলে যাবে। এখানে আপনি অনেক ধরণের স্টিকার দেখতে পাবেন, তারমধ্যে থেকে আপনি Ramadan স্টিকার বেছে নেবেন। এরপর আপনি Add to WhatsApp-এর অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।
advertisement
4/7
এখান থেকে আপনি দিওয়ালি Stickers ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি Add to WhatsApp-এর অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।
advertisement
5/7
এবার আপনি নিজের WhatsApp Chat খুলুন, তারপর ওই চ্যাটটে ক্লিক করুন যাকে আপনি হোলিরর শুভেচ্ছা পাঠাতে চান। Stickers-এর অপশনে গিয়ে নিজের পছন্দের মতো স্টিকার পাঠিয়ে দিন।
advertisement
6/7
এছাড়াও আপনি চাইলে GIF-র মাধ্যমেও আপনি শুভেচ্ছা পাঠাতে পারবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না। চ্যাট বক্সে গিয়ে Ramadan GIF; লিখলেই অনেক অপশন দেখতে পেয়ে যাবেন। নিজের ইচ্ছে মতো বেছে পাঠিয়ে দিন প্রিয়জনদের
advertisement
7/7
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন স্টিকার ডাউনলোডের কোনো অ্যাপ স্টোর নেই। তবে কেউ আপনাকে Ramadan-র স্টিকার পাঠালে আপনি বন্ধুদেরকে পাঠাতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Ramadan 2021: হোয়াটসঅ্যাপে বিশেষ স্টিকারের মাধ্যমে প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল