TRENDING:

রাস্তার গর্ত নাকি বাম্পার, বাইক-স্কুটির বেশি ক্ষতি করে কোনটি? জেনে নিলে খরচ কমবে

Last Updated:
Bikes: বাম্পার ও রাস্তার গর্ত, দুই-ই বাইক বা স্কুটির ক্ষতি করে। তবে কোনটি বেশি করে, জেনে নিন।
advertisement
1/6
রাস্তার গর্ত নাকি বাম্পার, বাইক-স্কুটির বেশি ক্ষতি করে কোনটি? জেনে নিন আজই
বর্ষাকালে অধিকাংশ রাস্তার বেহাল দশা। এই সময় সাবধানে বাইক, স্কুটি না চালালেই বড় বিপদ ঘটে যেতে পারে। প্রশাসনের তরফে বর্ষা না গেলে বেশিরভাগ রাস্তা সারাই হয় না।
advertisement
2/6
একদিকে রাস্তার গর্ত, আরেকদিকে বড় বড় বাম্পার। এই দুইয়ের চোটে বাইক বা স্কুটির দফারফা অবস্থা হয়।
advertisement
3/6
যে কোনও বাইক বা স্কুটিতে সাসপেনশন থাকে। সেই সাসপেনশন গর্ত বা বাম্পারের চোট থেকে বাইককে বাঁচায়। তবে গর্তের জন্য টায়ারের বেশ ক্ষতি হয়।
advertisement
4/6
বাম্পার তবু বেশিরভাগ সময় দূর থেকে দেখতে পাবেন। ফলে গতি কমিয়ে বাইক বা স্কুটি নিয়ন্ত্রণ করা সহজ। তবে গর্ত অনেক সময়ই চোখ এড়িয়ে যায়।
advertisement
5/6
বাম্পারেও গাড়ির সাসপেনশনের উপর চাপ পড়ে। তবে গর্তে পড়লে বাইক বা স্কুটি ক্ষতি বেশি। এক্ষেত্রে অবশ্য গাড়ির গতি, ওজন, দৈর্ঘ্যের মতো ব্যাপারগুলি নির্ভর করে।
advertisement
6/6
দামি বাইক বা স্কুটিতে সাসপেনশন ভাল হয়। ফলে ক্ষতি অনেকটা এড়ানো যায়। তবে পুরনো বাইক হলে গর্তে পড়ার পর ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেশি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
রাস্তার গর্ত নাকি বাম্পার, বাইক-স্কুটির বেশি ক্ষতি করে কোনটি? জেনে নিলে খরচ কমবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল