১ সেপ্টেম্বর থেকে প্লে স্টোরের নিয়ম বদলাচ্ছে Google, কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের 'এই' বিষয়টা জানা জরুরি
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, ম্যালওয়্যারের হাত থেকে ইউজারদের বাঁচাতেই থার্ড পার্টি অ্যাপগুলোর উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
advertisement
1/5

বড়সড় বদল আসতে চলেছে গুগল প্লে স্টোরে। ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক অ্যাপ। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে বিশ্বের কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের উপর। কোয়ালিটি কন্ট্রোলের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে গুগল।
advertisement
2/5
টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, ম্যালওয়্যারের হাত থেকে ইউজারদের বাঁচাতেই থার্ড পার্টি অ্যাপগুলোর উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে প্লে স্টোরের থার্ড পার্টি স্টোরগুলিতে আর APK আপলোড করা যাবে না। মার্কেটিং এবং ইউজার এক্সপেরিয়েন্সের জন্য এখনও পর্যন্ত গুগলের নেওয়া এটাই সবচেয়ে বড় পদক্ষেপ।
advertisement
3/5
গুগলের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে একটি ক্রিপ্টো অ্যাপ। সম্প্রতি এক মহিলা জানান, তিনি প্লে স্টোর থেকে একটি ক্রিপ্টো অ্যাপ ডাউনলোড করেছিলেন। কিন্তু সেই অ্যাপের কারণে প্রতারকদের খপ্পড়ে পড়তে হয় তাঁকে। এই অভিযোগের পরই প্লে স্টোরের নিয়ম বদলের ঘোষণা করে গুগল। নয়া নিয়ম অনুযায়ী, এখন গুগল প্লে স্টোরের থার্ড পার্টি অ্যাপ স্টোরে কোনও অ্যাপের APK আপলোড করা যাবে না।
advertisement
4/5
তবে ওই মহিলাই প্রথম নন। আগেই প্লে স্টোর নিয়ে গুগলের বিরুদ্ধে আঙুল তুলেছে একাধিক নামীদামি সংস্থা। মেটা সহ অনেক প্রযুক্তি এবং নিরাপত্তা সংস্থা প্লে স্টোরের কারণে অ্যান্ড্রয়েডের নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছিল। গুগলও বিভিন্ন সময়ে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ সরিয়ে দিয়েছে। এর মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে ম্যালওয়্যার পাঠানোর অভিযোগ উঠেছিল। হ্যাকাররা প্লে স্টোরের অনেক অ্যাপের মাধ্যমে ডেটা মাইনিং এবং ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরি করে বলেও অভিযোগ করেছেন অনেকে।
advertisement
5/5
কয়েকদিন আগেই সুইজারল্যান্ডের ইপিএফএল গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমের ৩১টি গলদ বের করে গুরুতর নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। তবে গুগল সর্বদাই দাবি করে এসেছে যে তাদের দল এই ধরণের অ্যাপের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ পদক্ষেপ নেয়। এখন অ্যান্ড্রয়েড ইউজারদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্লে স্টোরে এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে গুগল। ফলে থার্ড পার্টি আর ইউজারদের ব্যক্তিগত তথ্যের নাগাল পাবে না।