Independence Day Sale: ৪ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Redmi-র এই দুর্দান্ত ল্যাপটপ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Independence Day Sale: স্মার্ট টিভি, অ্যাকসেসরিজ, ল্যাপটপ সহ নানা ইলেকট্রনিক ডিভাইসে মিলছে আকর্ষণীয় ছাড়। গ্রাহকরা Mi থেকে যে কোনও ইলেকট্রনিক ডিভাইস কিনলেই আকর্ষণীয় মূল্যের ছাড় পাবেন
advertisement
1/6

স্বাধীনতা দিবস মানে যেন এখন অঢেল কেনাকাটার স্বাধীনতা। বিশেষ করে তা যদি গ্যাজেট হয়, তাহলে তো আর কথাই নেই! দেশের বিভিন্ন ই-কমার্স সংস্থা আসন্ন এই স্বাধীনতা দিবস উপলক্ষে নানা রকমের জিনিসে ছাড়ের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। প্রতিযোগীদের একহাত নিতে এবার বাজারে নামল খোদ Xiaomi!
advertisement
2/6
Xiaomi-র তরফেও স্বাধীনতা দিবস উপলক্ষে মিলছে দারুণ অফার! এখনই নিজের পছন্দের ডিভাইস বেছে নিতে পারেন গ্রাহকেরা। স্মার্ট টিভি, অ্যাকসেসরিজ, ল্যাপটপ সহ নানা ইলেকট্রনিক ডিভাইসে মিলছে আকর্ষণীয় ছাড়। গ্রাহকরা Mi থেকে যে কোনও ইলেকট্রনিক ডিভাইস কিনলেই আকর্ষণীয় মূল্যের ছাড় পাবেন।
advertisement
3/6
Mi.com থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, RedmiBook 15 Pro ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে মিলছে মাত্র ৩৫,৯৯৯ টাকায়। যে সমস্ত গ্রাহকরা BOB, citi, kotak, ICICI ব্যাঙ্ক মারফত পেমেন্ট করবেন তাঁদের সঙ্গে সঙ্গে ৪,০০০ টাকার ছাড়ও দেওয়া হবে। এবারে জেনে নেওয়া যাক RedmiBook 15 Pro-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।
advertisement
4/6
RedmiBook 15 Pro-তে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চি LCD প্যানেল, 1920×1080 রেজিলিউশন পিক্সেল এবং অন্যান্য ফিচার। এছাড়াও থাকছে, গ্রাফিক্সের জন্য Intel Irix X। এই ডিভাইসটির স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি এবং সঙ্গে থাকছে এসএসডি। 8 GB DDR এবং 3200 Mhz RAM সহ এটি একটি ১১ জেন ডিভাইস। এছাড়াও এতে Intel Core i5-11300H CPU-র সুবিধেও রয়েছে।
advertisement
5/6
RedmiBook 15 Pro-তে রয়েছে পাওয়ারফুল ব্যাটারি সহ ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের ফিচার। 65W সহ দ্রুত চার্জিংয়ের সুবিধেও রয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ল্যাপটপে রয়েছে Windows 10 হোম সার্ভিসিং ফিচার এবং MS Office Home এবং Student Edition 2019। এছাড়াও এতে Mi Smart Share-ও দেওয়া হয়েছে। এই ডিভাইসটিতে অসাধারণ সাউন্ড কোয়ালিটির পাশাপাশি 2 ওয়াটের স্টেরিও আউটপুট স্পিকার দেওয়া রয়েছে, যা DTS অডিও টেককে সাপোর্ট করবে।
advertisement
6/6
কানেকশনের জন্য এই ডিভাইসটিতে ডুয়াল-ব্যান্ড Wi-Fi 5, ব্লুটুথ 5.0, দুটি USB 3.2 পোর্ট, একটি USB 2.0 পোর্ট এবং একটি HDMI স্লট রয়েছে। আরও সুবিধের জন্য এতে ইথারনেট পোর্ট, একটি SD কার্ড রিডার এবং একটি 3.5mm হেডফোন জ্যাকও দেওয়া হয়েছে।