TRENDING:

WhatsApp Group Polls Feature: এ বার ভোটাভুটিতে জমবে WhatsApp, আসছে নতুন ফিচার

Last Updated:
WhatsApp Group Polls feature: WhatsApp গ্রুপে বন্ধুদের মধ্যে তুমুল বিতর্ক? এ বার ভোটাভুটি করেই মীমাংসা করে ফেলা যাবে সব সমস্যার
advertisement
1/6
এ বার ভোটাভুটিতে জমবে WhatsApp, আসছে নতুন ফিচার
WhatsApp Group Polls Feature : WhatsApp গ্রুপে বন্ধুদের মধ্যে তুমুল বিতর্ক? ভিন্ন মতের কারণে নেওয়া যাচ্ছে না কোনও সিদ্ধান্ত। সে সব দিন শেষ হতে চলেছে। এ বার ভোটাভুটি করেই মীমাংসা করে ফেলা যাবে সব সমস্যার কারণ, WhatsApp-এও আসতে চলেছে poll ফিচার। শোনা যাচ্ছে, এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে Meta অধীনস্থ সংস্থা Whatsapp।
advertisement
2/6
এই বিশেষ সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র Group-গুলির ক্ষেত্রে। নতুন এই ফিচারে WhatsApp বিভিন্ন বিষয়ে poll তৈরি করতে দেবে ব্যবহারকারীদের। তবে মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে এই ফিচার আসতে চলেছে শুধুমাত্র iOS ব্যবহারকারীদের জন্য। পরে অবশ্য Android এমনকী desktop-এও ব্যবহার করা যাবে। কিন্তু ঠিক কবে থেকে গ্রুপে ভোটাভুটি শুরু করা যাবে, তা এখনও নির্দিষ্ট নয়। কারণ এখনও কাজ চলছে।
advertisement
3/6
খুব স্বাভাবিক ভাবেই ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে poll অপশন থাকবে না, কারণ সেটা শুধু দু’জন মানুষের মধ্যেই কথোপকথন। গ্রুপের সদস্যদের জন্য poll তৈরি করা যাবে। WABetaInfo-র তরফে জানান হয়েছে যে, WhatsApp তার গ্রুপগুলিতে ভোটাভুটির জন্য প্রশ্ন তৈরি করতে দেবে। এই বিশেষ ফিচার তৈরির কাজ চলছে এখনও, ফলে বিশদ কিছুই জানা যায়নি। তবে একটি স্ক্রিনশট থেকেই এ প্রমাণ পাওয়া যাচ্ছে যে, এমন ফিচার খুব শীঘ্রই আসতে চলেছে এই বিশেষ সমাজ মাধ্যমে।
advertisement
4/6
সংস্থার তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, এই ভোটাভুটির ফল কোনও ভাবেই তৃতীয় পক্ষ জানতে পারবে না। অর্থাৎ, গ্রুপের সদস্যদের মধ্যেই গোটা বিষয়টি সীমায়িত থাকবে। WhatsApp তার end-to-end encryption নীতি মেনেই এই নতুন ফিচার আনতে চলেছে।
advertisement
5/6
এতে গ্রুপের যে কোনও সদস্য কোনও প্রশ্ন করতে পারবেন, ভোটাভুটির সাহায্যে অন্য সদস্যরা তার উত্তর দিতে পারবেন। কিন্তু এই প্রশ্ন বা উত্তর কোনটাই গ্রুপের বাইরে প্রকাশ করতে পারবেন না সদস্যরা। Poll-এর ফল দেখতে পাবেন শুধু নির্দিষ্ট গ্রুপের সদস্যরা।
advertisement
6/6
এর বাইরেও WhatsApp আরও কিছু বৈশিষ্ঠ্য আনতে চলেছে বলে খবর। মনে করা হচ্ছে settings-এ notification manage করার অপশনও আসতে চলেছে। Status-এর ক্ষেত্রেও কিছু আপডেট আসতে চলেছে। Meta অধীনস্থ messaging app-টি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আরও জোরদার করছে তার সুবিধাগুলি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Group Polls Feature: এ বার ভোটাভুটিতে জমবে WhatsApp, আসছে নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল