WhatsApp closed: বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! ১ November থেকে এই অ্যাপ মোবাইলে পেতে গেলে করতে হবে এই কাজ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
WhatsApp closed: ২ দিনেই বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, আরও জোরালো করা হচ্ছে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি ফিচার্স
advertisement
1/12

ফেসবুকের (Facebook) মতই প্রতিটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় আরও একটি সোশ্যাম নেট ওয়ার্কিং অ্যাপ হল হোয়াসঅ্যাপ (The most popukar app is WhatsApp) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
কিন্তু হোয়টসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে অত্যন্ত খারাপ খবর এটাই যে ২ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে হোয়টসঅ্যাপ (Very very bad news for the people as after 2 days WhatApp will be closed) ৷ কেননা বেশ কিছু স্মার্টফোন থেকে নিজে নিজের লগ আউট হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
এরফলে ইউজারদের ১ নভেম্বর ২০২১ থেকে স্মার্টফান বদলাতে হতে পারে (The smartphone need to be changed to protect ) ৷ পুরনো স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ গায়েব হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
হোয়াটসঅ্যাপে (WhatsApp) আপডেট করা হয়েছে যার ফলে পুরনো অ্যানড্রয়েড ও আইওয়েস ডিভাইস থেকে হোয়াটস অ্যাপ চলবেনা আর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
হোয়াটসঅ্যাপের আপডেট সিকিউরিটি ফিচার্সে (WhatsApp Update Features) যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন ৷ ফেসবুকের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে যে প্রাইভেসি সিকিউরিটির কারণে এমনটাই হচ্ছে ৷ অ্যানড্রয়েড ৪.১, আইওএস ১০ তার থেকে বেশি ভার্সানে হোয়াটসঅ্যাপ চলবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
এছাড়াও জিও ফোন বা জিও ফোন ২-সহ KaiOS 2.5.0 বা তার থেকেও বেশি অপারেটেড সিস্টেমে চবে হোয়াটসঅ্যাপ ৷ এই অ্যাপ সাপোর্ট করবেনা অপারেটিং সিস্টেমে KaiOS 2.5.0 3 আইওএস স্যান্ডউইচ, iOS 9 এবং KaiOS 2.5.0-এ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
ইউজাররা ফোন সেটিংসে গিয়ে সেটিং মেনুতে গিয়ে জানতে পারবেন যে তাঁদের ফোনে হোয়াটসঅ্যাপের এই আপডেটের ভার্সান কাজ করবে কি না? যদি স্মার্ট ফোন পুরনো অপারেটিং সিস্টেমে চলে তাহলে বদলাতে হবে অপারেটিং সিস্টেম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
নিরাপত্তার কারণে বেশ কিছু দেশ থেকে সতর্ক করা হয়েছে ৷ এরপরেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের নিরাপত্তার বিষয়টির কথা মাথায় রেখে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকেও হোয়াটসঅ্যাপকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ চিনের মত বেশ কিছু দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সম্পূর্ণ রূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
কোন কোন স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ – Apple-এর iPhone 6S, iPhone 6S Plus और Apple iPhone SE হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে ৷ – Samsung-এর Galaxy Trend Lite, Galaxy SII, Galaxy Trend II, Galaxy S3 mini, Galaxy Core, Galaxy Xcover 2 ও Galaxy Ace 2 এতেও চলবেনা হোয়াটসঅ্যাপ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
LG-এর Lucid 2, Optimus L5 Dual, Optimus L4 II Dual, Optimus F3Q, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD ও 4X HD এই সেটেও বন্ধ হোয়াটসঅ্যাপ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
ZTE के Grand S Flex, Grand X Quad V987, ZTE V956 ও Grand Memo-এই সমস্ত ফোনে ১ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ৷ – চিনা সংস্থা Huawei-এর Ascend G740, Ascend D Quad XL, Ascend Mate, Ascend P1 S, Ascend D2 আর Ascend D1 Quad XL-এও চলবেনা হোয়াটসঅ্যাপ ৷ প্রতীকী ছবি ৷