TRENDING:

WhatsApp To Allow File Transfer upto 2 GB: অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ

Last Updated:
WhatsApp To Allow File Transfer upto 2 GB: এখন থেকে WhatsApp এর ইউজাররা WhatsApp এর গ্রুপে প্রায় ৫১২জন ইউজারকে যুক্ত করতে পারবে
advertisement
1/5
অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম অবশেষে চালু করেছে তাদের বহু প্রতীক্ষিত ফিচার। Meta-র নিজস্ব প্ল্যাটফর্ম WhatsApp জানিয়েছে যে এখন থেকে WhatsApp এর ইউজাররা যে কোনও মেসেজে রি-অ্যাকশন দিতে পারবেন। এ ছাড়াও WhatsApp এর পক্ষ থেকে আরও একটি ফিচার চালু করা হয়েছে। অনেকদিন ধরেই WhatsApp ইউজাররা অপেক্ষায় ছিলেন এই ফিচারের। নতুন এই ফিচারের মাধ্যমে এখন থেকে WhatsApp ইউজাররা শেয়ার করতে পারবেন বড় ফাইল ও।WhatsApp-এর গ্রুপে (Group) আরও বেশি সংখ্যায় সদস্যও যুক্ত করা যাবে।
advertisement
2/5
WhatsApp-এর মেসেজ রি-অ্যাকশন ফিচার নিয়ে অনেকদিন ধরেই কাজ করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে পরীক্ষা নিরীক্ষা করার পরে অবশেষে WhatsApp ইউজারদের জন্য চালু করা হয়েছে নতুন এই ফিচার। কয়েক মাস আগে থেকেই চালু করা হয়েছিল এই ফিচার। কিন্তু, সেই সময় WhatsApp এর ইউজাররা মাত্র কয়েকটি ইমোজি ব্যবহার করতে পারতেন।
advertisement
3/5
এখন WhatsApp ইউজাররা আরও বেশি সংখ্যায় ইমোজি ব্যবহার করতে পারবেন মেসেজ রি-অ্যাকশন দেওয়ার সময়। নতুন এই ফিচার ব্যবহার করার জন্য WhatsApp ইউজারদের আপডেট করতে হবে এই অ্যাপ। এ জন্য তাদের যেতে হবে অ্যাপেল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোরে। সেখানে গিয়েই দেখতে হবে আপনাদের ফোনে WhatsApp আপডেট করার অপশন দেওয়া হয়েছে কিনা। কিন্তু, ভারতে এখনও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য চালু করা হয়নি WhatsApp-এর এই নতুন ফিচার। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি WhatsApp এর এই নতুন ফিচার ব্যবহার করতে পারবে সকল ইউজার।
advertisement
4/5
WhatsApp-এর মাধ্যমে এখন ইউজাররা শেয়ার করতে পারবেন বড় সাইজের ফাইলও। জানা গিয়েছে যে এখন থেকে WhatsApp ইউজাররা ২জিবি ফাইল শেয়ার করতে পারবেন। এর আগে WhatsApp-এর ইউজাররা মাত্র ১০০এমবি ফাইল শেয়ার করতে পারতেন। সুতরাং এই নতুন ফিচার ইউজারদের জন্য খুবই উপকারী হতে চলেছে। এই দুটি চমক ছাড়াও WhatsApp তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে আরও একটি উপহার।
advertisement
5/5
গ্রুপের সদস্য সংখ্যা এ বার বাড়ানো যাবে অনেকটাই। এখন থেকে WhatsApp এর ইউজাররা WhatsApp এর গ্রুপে প্রায় ৫১২জন ইউজারকে যুক্ত করতে পারবে। মেটার নিজস্ব অ্যাপ একই সঙ্গে নিয়ে এসেছে এই তিনটি বাম্পার ফিচার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp To Allow File Transfer upto 2 GB: অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল