রবে না গোপনে! কে আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে, নিমেষে জেনে নিন এই কৌশলে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
যে কেউ হোয়াটসঅ্যাপে যে কাউকে ব্লক করতে পারেন। এর মাধ্যমে ব্লক করা ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারবেন না।
advertisement
1/8

যোগাযোগের ধরনকেই বদলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। ছবি বা মেসেজ পাঠানো তো আছেই, পরিচিতি বা লোকেশন শেয়ার করতেও এই মেসেজিং অ্যাপের জুড়ি নেই। কিন্তু হোয়াটসঅ্যাপে কখনও কখনও হয়রানির শিকারও হতে হয়।
advertisement
2/8
ফোন লিস্টে এমন অনেকেই আছেন যাঁদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা না বললেই ভাল হয়। সোজা কথায়, তাঁদের এড়িয়ে যাওয়াটাই মূল লক্ষ্য। সেটা কী সম্ভব? হ্যাঁ। হোয়াটসঅ্যাপে ব্লক করার অপশনও আছে।
advertisement
3/8
যে কেউ হোয়াটসঅ্যাপে যে কাউকে ব্লক করতে পারেন। এর মাধ্যমে ব্লক করা ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারবেন না। তিনি স্ট্যাটাস, অনলাইন স্ট্যাটাস বা ডিপিও দেখতে পাবে না। কিন্তু যদি উল্টোটা হয়।
advertisement
4/8
অর্থাৎ যদি কোনও ব্যক্তি আপনাকে ব্লক করে দেয় তাহলে কী করে বোঝা যাবে যে ব্লক করা হয়েছে? ব্যবহারকারী কিন্তু বুঝতে পারেন যে তাঁকে ব্লক করা হয়েছে। এটা জানার বিভিন্ন উপায় রয়েছে। সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
5/8
যদি কেউ কাউকে ব্লক করেন তখন তাঁকে হোয়াটসঅ্যাপ কল করা যায় না। ব্লক করা হয়েছে কি না দেখার এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। পাশাপাশি পাঠানো মেসেজে দীর্ঘ সময়ের জন্য একটি টিকচিহ্ন হয়ে থাকবে। দ্বিতীয় টিক চিহ্ন দেখাবে না। তাছাড়া চ্যাট উইন্ডোতে তাঁকে আর অনলাইন হতেও দেখা যাবে না। পরিচিতির প্রোফাইল ফটোর আপডেটও আর দেখা যাবে না।
advertisement
6/8
এছাড়া ব্লক করা ব্যক্তিকে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যাবে না। কোনও গ্রুপে তাঁকে যুক্ত করতে গেলেই ‘আপনি এই পরিচিতকে যুক্ত করার জন্য অনুমোদিত নন' মেসেজ আসবে। তাহলেই বুঝতে হবে, তিনি ব্লক করে দিয়েছেন।
advertisement
7/8
তবে ব্লক করার পরেও কাউকে ফোন করা যায়। এ জন্য ফোন সেটিংসে গিয়ে ডুপ্লিকেট কলার আইডি ব্যবহার করতে হয়। যাতে সেই ব্যক্তি ইনকামিং কল ব্লক না করতে পারেন। এক্ষেত্রে সেই ব্যক্তির নম্বরের আগে *৬৭ বসিয়ে ফোন করতে হবে। তাহলে ইউজারের নম্বর তাঁর ফোনে ‘ব্যক্তিগত’ বা ‘অজানা’ হিসাবে প্রদর্শিত হবে।
advertisement
8/8
তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটিংস পরিবর্তন বা খারাপ নেটওয়ার্কের কারণেও এমনটা হতে পারে। ডিপি দেখা যায় না, মেসেজে একটা টিক পরে থাকে। হোয়াটসঅ্যাপ কলেও অসুবিধে হয়। তাই এগুলো দেখলে ব্লক করেছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য সেটিংস এবং নেটওয়ার্কও চেক করে নিতে হবে। আসলে গোপনীয়তা রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ এগুলোকে ইচ্ছাকৃতভাবেই অস্পষ্ট করে রেখেছে।