TRENDING:

Air Conditioner: বর্ষাকালে কত ডিগ্রিতে রাখা উচিত AC? যাতে পকেটেও টান পড়বে কম, ভাল থাকবে মেশিনও

Last Updated:
Ideal AC Temperature in Monsoon: বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়৷ সেই কারণ, এই সময় এসি-র যত্নের আরও বেশি করে প্রয়োজন হয়৷ এর পরে এটাও জানা দরকার যে বর্ষাকালে ঠিক কত ডিগ্রিতে রাখা উচিত এসি সবচেয়ে ভাল কাজ করে এবং বিদ্যুতের বিলও কম আসে..
advertisement
1/7
বর্ষাকালে কত ডিগ্রিতে রাখা উচিত AC? যাতে পকেটেও টান পড়বে কম, ভাল থাকবে মেশিনও
বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়৷ সেই কারণ, এই সময় এসি-র যত্নের আরও বেশি করে প্রয়োজন হয়৷ এর পরে এটাও জানা দরকার যে বর্ষাকালে ঠিক কত ডিগ্রিতে রাখা উচিত এসি সবচেয়ে ভাল কাজ করে এবং বিদ্যুতের বিলও কম আসে..
advertisement
2/7
বর্ষাকাল এসি-র হাওয়া সবচেয়ে ভাল লাগে, কারণ এসির হাওয়ায় একই সঙ্গে ঘরের ভিতরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুই-ই নিয়ন্ত্রণে থাকে৷
advertisement
3/7
কিন্তু বর্ষাকালে এসি-র ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা উচিত৷ কারণ অনেক সময়েই দেখা যায়, এসিতে অদ্ভুত রকমের শব্দ হচ্ছে বা এসি থেকে কোনও দুর্গন্ধ বেরচ্ছে অথবা জল পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে৷
advertisement
4/7
যে কোনও আবহাওয়ায় এসির যথাযথ যত্ন নিলে তবেই তার আয়ু বাড়ে। তবে বিশেষ করে বর্ষাকালে, এয়ার কন্ডিশনারের কর্মক্ষমতা যাতে প্রভাবিত না হয়, সেদিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
advertisement
5/7
অনেক সময়েই আমরা ভাবি বর্ষাকালে ঠিক কত টেম্পারেচার সেট করলে সেটা যথাযথ হবে৷ বর্ষায় সময় এসি ২৪-২৬ ডিগ্রির মধ্যে সেট করতে পারেন।
advertisement
6/7
এটি এই মরসুমের জন্য উপযুক্ত তাপমাত্রা, এবং এতে বিদ্যুৎও সাশ্রয় হয়। যদি তাপমাত্রা ২৪, ২৫ বা ২৬-এ রাখেন, তাহলে ওই তাপমাত্রায় পৌঁছতে বেশি সময় লাগবে না। কম্প্রেসারের উপরে কম চাপ পড়ে৷ বিদ্যুৎও কম খরচ হয়।
advertisement
7/7
এছাড়া বর্ষাকালে প্রয়োজন অনুযায়ী এসির কুল, ড্রাই, ফ্যান মোড ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner: বর্ষাকালে কত ডিগ্রিতে রাখা উচিত AC? যাতে পকেটেও টান পড়বে কম, ভাল থাকবে মেশিনও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল