TRENDING:

পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা

Last Updated:
ফেসবুকে Are We Dating The Same Guy নামে একটি গোপন গ্রুপ তৈরি করা হয়েছে।
advertisement
1/9
পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
বিশ্ব জুড়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে অনলাইন ডেটিং। প্রতিদিনই বাড়ছে ডেটিং অ্যাপের সংখ্যাও। যদিও এধরনের প্রবণতায় অনেক ঝুঁকি রয়েছে তবু, পছন্দের সঙ্গী বেছে নেওয়ার জন্য এদিকেই ঝুঁকছে বর্তমান প্রজন্ম। এমনকী পূর্ব প্রজন্মের অনেক মানুষও এতে আগ্রহী। শুধু ডেটিং অ্যাপ নয়, জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও রয়েছে এমন অনেক গ্রুপ যেখানে এধরনের কাজ করা যেতে পারে। যেমন ফেসবুক।
advertisement
2/9
ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক মানুষই অনলাইন ডেটিংয়ে সক্রিয়। ফেসবুকে Are We Dating The Same Guy নামে একটি গোপন গ্রুপ তৈরি করা হয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই গ্রুপের সদস্যরা প্রায় সকলেই নারী।
advertisement
3/9
এই গোপন ফেসবুক গ্রুপে মিলিত হওয়া পুরুষদের সম্পর্কে রিভিউ শেয়ার করেন মহিলারা। এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মার্চ মাসে নিউ ইয়র্কে প্রথম এই গ্রুপের কাজ শুরু হয়। এর দু’মাস পর লন্ডনেও একই ধরনের গ্রুপ খোলা হয়।
advertisement
4/9
সাম্প্রতিক সময়ে লন্ডন গ্রুপের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই গ্রুপে ১৬ হাজারেরও বেশি সদস্য রয়েছেন। এর বাইরে গত কয়েক মাসে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, নটিংহাম এবং এডিনবার্গের মতো কিছু অংশে একেবারে স্থানীয় গ্রুপ তৈরি করা হয়েছে।
advertisement
5/9
সমস্ত বয়স ও সমস্ত পেশার মহিলাই থাকেন এই গ্রুপে। মহিলাদের এই গ্রুপগুলিতে বেনামে পোস্ট করতে উৎসাহিত করা হয়। ফলে তাঁদের পরিচয় গোপন থাকে। গ্রুপের কোনও মহিলা যদি উল্লিখিত ব্যক্তির সঙ্গে পূর্বে মিলিত হয়ে থাকেন তা হলে তিনি নোট রেখে যান।
advertisement
6/9
তবে এই গ্রুপে যুক্ত হওয়ার কিছু নীতিনিয়মও রয়েছে। নিয়ম অনুযায়ী, অশ্লীল ভাষা ব্যবহার করা, হুমকি দেওয়া বা সংবেদনশীল তথ্য শেয়ার করা বা গ্রুপে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া নিষিদ্ধ।
advertisement
7/9
তবে এই গ্রপের সকলেই যে সক্রিয় সদস্য এমন নয়। অনেক মহিলাই শুধুমাত্র খানিকটা অবসর বিনোদনের জন্য এই গ্রুপে রয়েছেন। অন্যদের অভিজ্ঞতা জেনেই আনন্দ পান। তবে অনেকেই নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকেন এই গ্রুপ। পুরুষের করা প্রতারণার কথাও এখানে শেয়ার করেন অনেকে।
advertisement
8/9
প্রশ্ন উঠতেই পারে এমন একটি গ্রুপে কোনও পুরুষের ছবি শেয়ার করার নৈতিকতা কতখানি! তা নিয়ে গ্রুপের সদস্যরাই দ্বিধা বিভক্ত। অনেক মহিলাই দাবি করেছেন এভাবে কারও ব্যক্তিগত গোপনীয়তা ভেঙে তাঁর ছবি, তাঁর ব্যক্তিত্ব নিয়ে খোলাখুলি আলোচনা করা ঠিক নয়।
advertisement
9/9
যদিও অনেকেই বলেন, এতে আখেরে মহিলারা সতর্ক হওয়ার সুযোগ পান। যেমন এই গ্রুপেই এক মহিলা জানিয়েছিলেন কী ভাবে এক ব্যক্তি তাঁকে গোপন ভিডিও করার প্রস্তাব দিয়েছিলেন, অনেক পুরুষ যৌন সংক্রমণের পরেও কনডোম না পরার অজুহাত দেন ইত্যাদি!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল