Gmail ইউজারদের জন্য বাম্পার খবর! Email চেক করতে কোনও প্রয়োজন নেই Internet-এর, পাঁচ ধাপেই বিশাল বাজিমাত!
- Published by:Arjun Neogi
Last Updated:
Gmail: দারুণ ও দুর্দান্ত ব্যবস্থা যাতে করে অতি সহজেই ইন্টারনেট ছাড়াই অতি সহজেই মেল রিসিভ ও পাঠাতে পারেন
advertisement
1/11

রোজ নতুনের জীবনে প্রতিটি মুহূর্তই ইন্টারনেট ছাড়া চলাটা অত্যন্ত মুশকিলে ভরা ৷ ইন্টারনেটের যুগে সাধারণত ইমেল আইডি দিয়ে লগইন করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
তবে যাঁর লগইন ইমেল আইডি নেই তিনি গুগলের মেলিং সার্ভিস (Gmail) ব্যবহার করেন ৷ কিন্তু জিমেল ব্যবহার করে মেল পাঠানো রিসিভের ক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
আজ এমনই এক পদ্ধতির কথা জেনে নিন যাতে করে জিমেল পাঠানো বা রিসিভের ক্ষেত্রে ইন্টারনেট না থাকলেও সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
বহু মানুষ জিমেল ব্যবহার করেন কিন্তু ইন্টারনেট ছাড়া যে জিমেল ব্যবহার করা যায় তা জানেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
জিমেল অফলাইন (Gmail Offline) মোডের বিষয়ে কথা বললে জানতে পারা যায় যে জিমেল ইন্টারনেট ছাড়াও মেল পড়তে পারেন ৷ সার্চও করতে পারেন ৷ কীভাবে এটি হতে পারে সেটাই জেনে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এই পাঁচ পদ্ধতিতেই বাজিমাত জিমেল অফলাইন (Gmail Offline) ব্যবহার করতে সর্বপ্রথমে ল্যাপটপ বা কম্পিউটারে গুগল ক্রোম ইনস্টল করতে হবে ৷ কেননা জিমেল অফলাইন কেবলমাত্র এই ব্রাউজারেই কাজ করা যেতে পারে ইন্টারনেট ছাড়া ৷ প্রতীকী ছবি
advertisement
7/11
ইনকংগ্রিটো মোডে এই ফিচার ব্যবহার করা যাবেনা ৷ ল্যাপটপ বা কম্পিউটারে একটি উইন্ডো খোলার পরে জিমেল অফলাইনে যেতে হবে ৷ 'https://mail.google.com/mail/u/0/#settings/offline' এই লিঙ্কে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
এরপরে সামনে একটি উইন্ডো খুলবে ৷ এই উইন্ডোতে একটি অপশন খুলবে সেটি হল এনেবেল অফলাইন মেল ৷ এই অপশনে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
এই ভাবে সেটিংসে ক্লিক করতে হবে ৷ কাস্টমাইজড করতে হবে ৷ কতদিনের মেল সিঙ্ক করার প্রয়োজনীয়তা আছে সেই মেল সিঙ্ক করে নিলেই অফলাইন মোডেও সেই মেল দেখতে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
এই ভাবেই এই পদ্ধতির সর্বশেষ পর্যায়ে উপস্থিত হয়েছেন ৷ এরপরে কেবল সেভ চেঞ্চ অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরে সেভ চেঞ্জ অপশন খুঁজে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
এই ভাবেই জিমেল অফলাইন মোড অ্যাক্টিভ করতে হবে ৷ যা অতি সহজেই করতে হবে ৷ প্রতীকী ছবি ৷