Reliance JioFiber offer: মাত্র ৬৯৯ টাকায় টিভি, ইন্টারনেট, ল্যান্ডফোনের সঙ্গে দুদার্ন্ত Welcome Offer, বিনামূল্যে HD টিভি-সেট টপ বক্স ও আরও অনেক কিছু
Last Updated:
শুধু তাই নয়, রিলায়েন্সের ব্যানারে ও বা তাদের সঙ্গে চুক্তি হয়েছে, এমন কোনও ছবি মুক্তি পেলে তা মুক্তির দিনই বাড়িতে বসে দেখতে পাবেন জিয়ো ফাইবার গ্রাহকরা।
advertisement
1/7

তিন বছর আগে জিও-র মাধ্যমে দেশের নেট পরিষেবার ছবি বদলে দেওয়া শুরু হয়েছিল। এবার ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে ঘরে ঘরে উচ্চগতির নেট পৌঁছে যাবে। বৃহস্পতিবার বাজারে এল জিয়ো ফাইবার ব্রডব্যান্ড। দেশের ১৬০০-রও বেশি শহরের ঘরে ঘরে দ্রুতগতির নেট পরিষেবা মিলবে। সঙ্গে বিনোদনের আকর্ষণীয় প্যাকেজ। এমনকি গোল্ড প্ল্যান নিলে আস্ত একটি স্মার্ট টিভি পাবেন ক্রেতারা।
advertisement
2/7
ফের জিও ধামাকা ৷ তবে এবার JioFiber-এর হাত ধরে ৷ বৃহস্পতিবারই বাণিজ্যিকভাবে লঞ্চ হল বহু প্রতীক্ষিত রিলায়েন্সের জিও ফাইবার তথা হাই স্পিড ব্রডব্যান্ড। ভারতের ১৬০০ শহরে এবার মিলবে জিও ফাইবার পরিষেবা ৷ মাত্র ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে JioFiber-এর মাসিক ট্যারিফ প্ল্যান ৷ সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে দুর্দান্ত ওয়েলকাম অফার ৷ JioFiber-এর বার্ষিক প্ল্যান নিলে এর সঙ্গে মিলবে ৫০০০ টাকা মূল্যের জিও হোম গেটওয়ে এবং সাড়ে ৬ হাজার টাকার জিও 4K সেট টপ বক্স একদম বিনামূল্যে ৷ এমনকি ২৪ ইঞ্চি HD TV অথবা ৩২ ইঞ্চি HD TV বা ৪৩ ইঞ্চি 4K TV -ও পেয়ে যেতে পারেন ফ্রি-তে ৷
advertisement
3/7
এতো গেল অফারের কথা ৷ টেলিকম দুনিয়ায় বিপ্লব আনার পর এবার Reliance Jio GigaFibre শীঘ্রই ইন্টারনেট স্পিডে বিপ্লব আনতে পারে বলে মনে করা হচ্ছে ৷ জিও ফাইবার কানেকশন নিলে গ্রাহকেরা 100mbps থেকে 1gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন ৷ তবে কোন ট্যারিফের প্ল্যান নেওয়া হচ্ছে তার উপরই ইন্টারনেট স্পিড নির্ভর করবে ৷
advertisement
4/7
কী কী মিলবে জিয়ো ফাইবার ব্রডব্যান্ডে? নতুন কী চমক থাকছে? রিলায়েন্স জিয়োর দাবি দেশের সবচেয়ে দ্রুতগতির নেট ছাড়াও একগুচ্ছ আকর্ষণীয় প্যাকেজ থাকছে। জিয়ো ফাইবার ব্রডব্যান্ডে মিলবে- জিয়ো হোম গেটওয়ে,জিয়ো সেট টপ বক্স, টিভি সেট ( গোল্ড প্ল্যান থেকে), একগুচ্ছ ওটিটি অ্যাপ,আনলিমিটেড ভয়েস ও ডেটা
advertisement
5/7
জিয়োর নতুন পরিষেবায় খরচ অত্যন্ত কম বলে সংস্থার দাবি। গত অগস্টেই বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন, ভারতে কোনও সংস্থা এই ধরণের পরিষেবা দিতে সক্ষম নয়। খরচও দুনিয়ার অন্য দেশের তুলনায় দশ ভাগের এক ভাগ বলেই দাবি করেন রিল চেয়ারম্যান
advertisement
6/7
রিলায়েন্স JioFiber এর ন্যূনতম ট্যারিফ প্ল্যান বছরে ৬৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮,৪৯৯ টাকা পর্যন্ত রয়েছে ৷ ন্যূনতম ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট (১০০ জিবি+৫০ জিবি অতিরিক্ত) যার মেয়াদ থাকবে তিন মাস। জিও সিনেমা, জিও সাভান পাওয়া যাবে বিনামূল্যে। পাশাপাশি ভয়েস কলিং, টিভি ভিডিও কলিং, কন্ফারেন্সিং, গেমিং, কন্টেন্ট শেয়ারিং ও ডিভাইসের নিরাপত্তারও সুবিধা ৷ ৮৪৯ টাকার প্ল্যানে রয়েছে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট (২০০ জিবি+২০০ জিবি অতিরিক্ত) সঙ্গে OTT অ্যাপ ব্যবহারের সুবিধা । যার মেয়াদ তিন মাস। বাকি সব সুবিধাই পাবেন এই ট্যারিফ প্ল্যানেও ।
advertisement
7/7
শুধু তাই নয়, রিলায়েন্সের ব্যানারে ও বা তাদের সঙ্গে চুক্তি হয়েছে, এমন কোনও ছবি মুক্তি পেলে তা মুক্তির দিনই বাড়িতে বসে দেখতে পাবেন জিয়ো ফাইবার গ্রাহকরা। www.jio.com বা জিয়ো অ্যাপে নাম নথিভুক্ত করে গ্রাহক হওয়া যাবে। রিলায়েন্সের দাবি, আগে থেকেই জিয়ো ফাইবার ব্রডব্যান্ডের গ্রাহক হতে নথিভুক্ত হয়েছেন কয়েক লক্ষ গ্রাহক।