TRENDING:

Instagram Pinned Post | এবার Instagram-এ পিন করে রাখা যাবে পোস্ট, আসছে নতুন ফিচার

Last Updated:
Instagram খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে তাদের নতুন ফিচার Pinned Post।
advertisement
1/6
এবার Instagram-এ পিন করে রাখা যাবে পোস্ট, আসছে নতুন ফিচার
Instagram Pinned Post: জনপ্রিয় মাল্টি মিডিয়া প্লাটফর্ম Instagram (Instagram) গত বেশ কিছুদিন ধরেই লঞ্চ করে চলেছে নতুন নতুন ফিচার। ইউজারদের কাছে তাদের অ্যাপ আরও জনপ্রিয় করে তোলার জন্য বেশ কয়েকটি নতুন ফিচার লঞ্চ করা হয়েছে। এ বার Instagram তাদের ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার।
advertisement
2/6
সূত্রের খবর, Instagram খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে তাদের নতুন ফিচার পিনড্ পোস্ট (Pinned Post)। রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফিচারের পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি কিছু ইউজারদের জন্য চালু করা হয়েছে নতুন এই ফিচার। ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ়ি (Alessandro Paluzzi) লক্ষ্য করেছেন ইনস্টাগ্রামের নতুন এই ফিচার এবং তিনি টুইটারে শেয়ার করেছেন নতুন এই ফিচারের কথা। রিপোর্ট অনুযায়ী নতুন ফিচার ব্যবহার করার জন্য তিনটি ডটের অপশন পাওয়া যাবে। ইনস্টাগ্রামে তিনটে ডটের মেনুর মাধ্যমে সিলেক্ট করা যাবে নতুন সেই ফিচার।
advertisement
3/6
Meta-র নিজস্ব প্লাটফর্ম Instagram সম্প্রতি জানিয়েছে যে, তারা নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। খুব শিগগিরই ইন্সটাগ্রামের সকল ইউজারদের জন্য চালু করা হবে নতুন এই ফিচার।
advertisement
4/6
Instagram নতুন এই পিন পোস্ট ফিচার এখন চালু করলেও অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফিচার ইতিমধ্যেই রয়েছে। মেটার নিজস্ব প্লাটফর্ম ফেসবুক এবং ট্যুইটারেও এই ফিচার রয়েছে। এই ফিচারের সুবিধা হল ইউজাররা সেই পোস্ট সবার প্রথমে দেখতে পাবেন যে পোস্ট হাইলাইট করা হবে। ইনস্টাগ্রামে এখন এমনিতেই নতুন পোস্ট সবার আগে দেখা যায় এবং পুরনো পোস্ট পেছনে চলে যায়।
advertisement
5/6
Instagram এই নতুন ফিচার ছাড়াও আরেকটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ইন্সটাগ্রামের আরেকটি নতুন ফিচার হলো প্রোফাইল পোস্ট গ্রিড (Post Grid)। এই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের পোস্ট নিজেদের পছন্দমতো সাজিয়ে নিতে পারবেন। ফলে পুরনো পোস্টও দেখা যাবে আগে। নিজেদের টাইমলাইন অনুযায়ী নিজেদের পছন্দমতো নিজেদের পোস্ট সাজানো যাবে।
advertisement
6/6
ইতিমধ্যে Meta অধীনস্থ মাল্টি মিডিয়া প্লাটফর্ম ইন্টাগ্রাম তার Reel ভিডিও-গুলিতে Enhanced Tags নিয়ে কাজ করা শুরু করেছে। এটি Feed-এর ক্ষেত্রে প্রযোজ্য ছিল এতদিন। এ বার তা Reels-এও পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Instagram Pinned Post | এবার Instagram-এ পিন করে রাখা যাবে পোস্ট, আসছে নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল