TRENDING:

এই চাদরে শুলেই শরীর ঠান্ডা! না লাগবে AC, না বাড়বে বিদ্যুতের বিল!

Last Updated:
AC Cooling Bedsheet: আজকাল বাজারে কিছু শীতল বিছানার চাদর বিক্রি হয়। এই চাদর পাতলেই বিছানা থেকে ঠান্ডা বাতাস বের হতে থাকে।
advertisement
1/8
এই চাদরে শুলেই শরীর ঠান্ডা! না লাগবে এসি, না বাড়বে বিদ্যুতের বিল!
প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা, রাতের ঘুম উড়ে গিয়েছে অনেকের। এই পরিস্থিতিতে খানিকটা সুরাহা দিতে পারে এসি বিছানার চাদর। এধরনের চাদর গ্রীষ্মকালে ঘুমনোর সময় ব্যবহার করা হয়। এই বিশেষ বিছানার চাদর ঘর্মাক্ত গরমে একদিকে যেমন এনে দেবে শান্তির ঘুম, অন্যদিকে সাশ্রয় করবে বিদ্যুৎ-ও।
advertisement
2/8
গ্রীষ্মকালে গরম যেমন সমস্যা, ভারতের মতো দেশে তার থেকেও বড় সমস্যা ঘাম। সারাদিন অতিরিক্ত তাপে ঘরের ভিতরে থাকা বিছানা রাতেও গরম হয়ে থাকে। অনেকেই আজকাল এসি ব্যবহার করছেন, কিন্তু ভারতের সব নাগরিকের পক্ষে তা সম্ভব নয়। তবে উপায় রয়েছে।
advertisement
3/8
আজকাল বাজারে কিছু শীতল বিছানার চাদর বিক্রি হয়। এই চাদর পাতলেই বিছানা থেকে ঠান্ডা বাতাস বের হতে থাকে। এই এসি বিছানার চাদরটির বিশেষত্ব হল এটি চালালে খুব কম বিদ্যুৎ খরচ করে এবং মোটেও শব্দ করে না।
advertisement
4/8
এমনিতে সাধারণ বিছানার চাদরের মতোই দেখতে। শুয়ে পড়লেও কিছু পার্থক্য বোঝার উপায় নেই। যেকোনও সাধারণ বিছানার চাদরের মতো লাগতে পারে। তবে এতে ব্যবহৃত প্রযুক্তি খুবই উন্নত। এর মধ্যে রয়েছে এক ধরনের জেল, যা ঠাণ্ডা করে দেয় উপরিতল। এর উপর বাতাস খেলে গেলেই ঠান্ডা অনুভূতি হয়।
advertisement
5/8
এই চাদরের এক প্রান্তে, একটি নলের ভিতর একটি কুলিং ফ্যান লাগানো থাকে, যা চাদরের ভিতরে বাতাস পাঠায়। তবে এই হাওয়া এতই ধীরে বয় যে চাদরের উপরে শুয়ে তা বোঝার উপায় থাকে না। পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি কন্ট্রোল বক্সও দেওয়া থাকে অবশ্য। সঙ্গে থাকে গরম বাতাস বের করার জন্য একটি নলও।
advertisement
6/8
খরচ নামমাত্র — এমন উন্নত প্রযুক্তির একটি সামগ্রী কিনতে চাইলে খরচ হতে পারে খুব সামান্য টাকা। চাদরে ইনস্টল করা কুলিং ফ্যানটি মাত্র ৪.৫ ওয়াট শক্তি খরচ করে। অর্থাৎ এক সপ্তাহ চালালে এক ইউনিটের কম বিদ্যুৎ খরচ হবে। এর ওজন মাত্র ২ কেজি। এতে একটি টাইমারও রয়েছে যা একটানা ২, ৩ বা ৪ ঘন্টা ব্যবহার করা যায়।
advertisement
7/8
এই ধরনের চাদর অনলাইন এবং অফলাইন যেকোনও দোকানেই পাওয়া যাবে। তবে অনলাইনে একটু কম দামে পাওয়া যেতে পারে। অনলাইন শপিং সাইটগুলিতে এর দাম হয় ১৫০০-২০০০ টাকার মধ্য।
advertisement
8/8
সতর্কতা — এমন উন্নত প্রযুক্তির বিছানার চাদর পরিষ্কার অবশ্য একটু ঝামেলার কাজ। সাধারণ চাদরের মতো কেচে ফেলা যাবে না। ভিজে গেলে ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষতি হতে পারে। তাই কোনও ভাবে নোংরা হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এই চাদরে শুলেই শরীর ঠান্ডা! না লাগবে AC, না বাড়বে বিদ্যুতের বিল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল