TRENDING:

একটি প্ল্যান, সুবিধা অনেক! Vi-এর এই প্ল্যানে ৬ ঘণ্টার দারুন লাভ গ্রাহকের

Last Updated:
Vodafone Idea 299 Rupees plan: এই প্ল্যানে গ্রাহকরা কলিং, ডেটা সুবিধার মতো অনেক আনলিমিটেড সুবিধা পাচ্ছেন।
advertisement
1/9
একটি প্ল্যান, সুবিধা অনেক! Vi-এর এই প্ল্যানে ৬ ঘণ্টার দারুন লাভ গ্রাহকের
ক্রমশ বাড়ছে ইন্টারনেট নির্ভরতা। আর তাই চাহিদা বাড়ছে উচ্চ মানের ডেটা প্ল্যানের। সকলেই চাইছেন খানিকটা সস্তায় ভাল ডেটা প্ল্যান বেছে নিতে।ইন্টারনেট নির্ভরতা। আর তাই চাহিদা বাড়ছে উচ্চ মানের ডেটা প্ল্যানের। সকলেই চাইছেন খানিকটা সস্তায় ভাল ডেটা প্ল্যান বেছে নিতে।
advertisement
2/9
এই সময় যদি কেউ নতুন প্ল্যান কেনার কথা ভাবেন, তাহলে ভোডাফোন আইডিয়ার কথা ভাবা যেতে পারে। এই সংস্থার তরফে দুর্দান্ত বহু প্ল্যান অফার করা হচ্ছে। একটি প্ল্যানে অনেক রকম সুবিধা পাওয়া যায়, এমন নানা প্ল্যান দিচ্ছে ভোডাফোন আইডিয়া।
advertisement
3/9
একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ডেটা প্ল্যানের চাহিদা, তেমনই সস্তা প্ল্যান দেওয়ার বিষয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যেও চলছে তুমুল প্রতিযোগিতা। সেদিকে থেকে ভোডাফোন আইডিয়ার প্ল্যানের কথা বলা হয়, তাহলে দেখা যাবে, সংস্থা একাধিক সুবিধা-সহ গ্রাহকদের নানা প্ল্যান অফার করছে, যার মধ্যে সীমাহীন সুবিধা দেওয়া হয়।
advertisement
4/9
প্রাথমিক ভাবে Vi-এর ২৯৯ টাকার প্ল্যানের কথা বলা যেতে পারে। এই প্ল্যানে গ্রাহকরা কলিং, ডেটা সুবিধার মতো অনেক আনলিমিটেড সুবিধা পাচ্ছেন।
advertisement
5/9
কোম্পানির ২৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ডেটার জন্য ২৮ দিনের বৈধতা পেয়ে থাকেন। কলিংয়ের ক্ষেত্রে এই প্ল্যানে পাওয়া যেতে পারে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। শুধু তাই নয়, এই প্ল্যানে প্রতিদিন পাওয়া যায় ১.৫ জিবি ইন্টারনেটও, বিনামূল্যে।
advertisement
6/9
এই প্ল্যানে শুধু ভয়েস কলিং বা ডেটা-ই নয়, বরং পাওয়া যাবে Vi Movies & TV অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন, যা ওই ২৮ দিনের জন্যই বৈধ থাকবে।
advertisement
7/9
এছাড়াও, গ্রাহকরা পাবেন ‘বিঞ্জ অল নাইট’ এবং ‘উইকেন্ড ডেটা রোলওভার’-এর বিশেষ সুবিধা। এর ফলে গ্রাহক রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, কিন্তু সেজন্য প্যাক থেকে কোনও ডেটা কাটা হয় না।
advertisement
8/9
অর্থাৎ, ৬ ঘণ্টার জন্য গ্রাহক একটি বিশেষ সুবিধা পেয়ে থাকেন, যেখানে আনলিমিটেড সিনেমা, গান ব্রাউজ করতে পারবেন তিনি।
advertisement
9/9
এ ছাড়া গ্রাহকরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যবহার না করা উদ্বৃত্ত ডেটা করতে পারবেন সপ্তাহান্তে। রিচার্জ প্ল্যানটিতে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই প্রতি মাসে ২জিবি পর্যন্ত ব্যাকআপ ডেটা অফার করা হয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
একটি প্ল্যান, সুবিধা অনেক! Vi-এর এই প্ল্যানে ৬ ঘণ্টার দারুন লাভ গ্রাহকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল