advertisement
1/6

• আধুনিক থেকে আরও আধুনিক, তারপর অত্যাধুনিক ৷ এই দৌড়ে ক্রমেই এগিয়ে চলেছি আমরা ৷ মোবাইল ফোন এখন আর শুধু ফোন বা মেসেজ করার জন্যই নয় ৷ প্রধান এই দু’টি কাজকে পাশে সরিয়ে এখন মুখ্য হয়ে উঠছে গৌন্য কাজগুলোই ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
2/6
• গৌন্য এই কাজের মধ্যে অবশ্যই অন্যতম হল ছবি তোলা ৷ আর সেই কারণেই আধুনিক ফোনগুলির ক্যামেরা বেশ জোরদার ৷ আর একবার দুর্দান্ত ক্যামেরা ফিচার্স নিয়ে বাজারে আসতে চলেছে Samsung Galaxy S10 ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
3/6
• নতুন এই মডেলের সমস্ত ফিচার্স সম্বন্ধে এখনও জানা যায়নি ৷ তবে জানা গিয়েছে, এই ফোনে রয়েছে মোট পাঁচটি ক্যামেরা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
4/6
• দু’টি সেলফি ক্যামেরা ও তিনটি ব্যাক ক্যামেরা ৷ এর মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের, একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স সেন্সর, আর একটি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেন্সর ৷ তবে দু’টি ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেলের তা এখনও জানা যায়নি ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
5/6
• লুকসের দিক থেকে দারুণ একটি আকর্ষণীয় ফিচার রয়েছে এই ফোনে ৷ Galaxy S10-এ ব্যাক কভারটি ট্রান্সপারেন্ট ৷ ফলে ভিতরের সমস্ত যন্ত্রাংশ দেখা যাবে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
6/6
• ৫ জি সাপোর্ট করবে এই ফোনে ৷ পাশাপাশি Android 9 Pie রয়েছে Galaxy S10 ৷ রয়েছে অ্যাডাপটিভ ব্যাটারিও ৷ এই ফোনে থাকবে ৩ডি ফেস ডিটেক্টর এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার ৷ সম্ভবত এই ফোনের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ১,০৪,৭০০ টাকার কাছাকাছি ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷