TRENDING:

Redmi Note 7 Pro-র নতুন ভেরিয়েন্টের প্রথম সেল আজ, রয়েছে দুর্দান্ত অফার্স

Last Updated:
advertisement
1/7
Redmi Note 7 Pro-র নতুন ভেরিয়েন্টের প্রথম সেল আজ
শাওমি লঞ্চ করল তাদের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 7 Pro-এর নতুন ভেরিয়েন্ট। এতোদিন বাজারে শুধুমাত্র দুটি ভেরিয়েন্ট ছিল 4GB RAM+64GB স্টোরেজ আর 6GBRAM+128GB স্টোরেজ। এবার বাজারে এল 6GB RAM + 64GB স্টোরেজের Redmi Note 7 Pro।
advertisement
2/7
আজ, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro-এর নতুন ভেরিয়েন্টটির। এই ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র Flipkart, Mi.comআর Mi Home স্টোরে।
advertisement
3/7
6GBRAM+64GB স্টোরেজে Redmi Note 7 Pro এর দাম 15,999 টাকা। এর সঙ্গে রয়েছে আকর্ষণীয় অফার। Jio-র গ্রাহকরা পেয়ে যাবেন ডেটা অফার ১৯৮ টাকার বেশি রিচার্জ করলেই। Airtel গ্রাহকরা পেয়ে যাবেন 1,120GB ডেটার সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা।
advertisement
4/7
Redmi Note 7 Pro তে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 প্রসেসর।
advertisement
5/7
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi।
advertisement
6/7
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
7/7
এছাড়াও 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। আর 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Redmi Note 7 Pro-র নতুন ভেরিয়েন্টের প্রথম সেল আজ, রয়েছে দুর্দান্ত অফার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল