Realme Narzo 60 Pro, Realme 11: দুটোই প্রায় এক, তাহলে Realme Narzo 60 Pro আর Realme 11 Pro-র মধ্যে কোনটা নেওয়া উচিত হবে?
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, Realme Narzo 60 Pro 5G এবং Realme 11 Pro ফোন অনেক দিক থেকেই একই রকম। কোনটা নেওয়া উচিত হবে?
advertisement
1/8

চিনের জনপ্রিয় কোম্পানি Realme সম্প্রতি লঞ্চ করেছে Realme Narzo 60 Pro 5G ফোন। যা দেখতে কোম্পানির পুরনো ফোন Realme 11 Pro-র মতোই। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, Realme Narzo 60 Pro 5G এবং Realme 11 Pro ফোন অনেক দিক থেকেই একই রকম। কোনটা নেওয়া উচিত হবে? দেখে নেওয়া যাক তুলনা করে।
advertisement
2/8
প্রসেসর - - দুই ফোনেই ব্যবহার করা হয়েছে Dimensity 7050 5G চিপসেট। - দুই ফোনেই ফোনে ব্যবহার করা হয়েছে ৬ nm এর CPU, অক্টা -কোর, যা ২.৬Ghz সম্পন্ন।
advertisement
3/8
- দুই ফোনেই ফোনে ব্যবহার করা হয়েছে Mali-G68 এর GPU। - Realme 11 Pro 5G ফোনে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকলেও Realme Narzo 60 Pro 5G ফোনে আছে ১ টিবি পর্যন্ত স্টোরেজ। - Realme 11 Pro 5G ও Realme Narzo 60 Pro 5G ফোনে আছে ৮ ও ১২ জিবির র্যাম।
advertisement
4/8
- Realme 11 Pro 5G ফোনে আছে ১২৮ ও ২৫৬ জিবির রম। অন্য দিকে, Realme Narzo 60 Pro 5G ফোনে আছে ১২৮, ২৫৬ ও ১ টিবির রম। অন্য ফিচার -
advertisement
5/8
- দুই ফোনেই ব্যবহার করা হয়েছে ১২০Hz কার্ভড ভিশন ডিসপ্লে। - দুই ফোনেরই ফোনের স্ক্রিনের সাইজ ১৭.০২ সেমি (৬.৭ ইঞ্চি)।
advertisement
6/8
- দুই ফোনেরই রেজোলিউশন ২৪১২*১০৮০ (FHD+)। - দুই ফোনেরই স্ক্রিন ও বডির রেশিও ৯৩.৬৫%। - দুই ফোনেরই টাচ স্যামপ্লিং রেট ৩৬০Hz। - দুই ফোনেরই কন্ট্রাস রেশিও ৫,০০০,০০০:১। - দুই ফোনেই ব্যবহার করা হয়েছে সুপার লিনিয়ার ডুয়াল স্পিকার অডিও।
advertisement
7/8
ব্যাটারি এবং ক্যামেরা - - দুই ফোনেই আছে ৫০০০mAh ব্যাটারি। - দুই ফোনেই মিলবে ৬৭W SUPERVOOC চার্জ প্রযুক্তি। - দুই ফোনেই রিয়ার ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১০০ মেগাপিক্সেলের OIS ProLight ক্যামেরা। - দুই ফোনেই সামনে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
advertisement
8/8
- Realme 11 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে realme UI ৪.০ এর Android ১৩ অপারেটিং সিস্টেম। অন্য দিকে, Realme Narzo 60 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে realme UI ৪.০ এর B৫ ভিত্তিক Android ১৩ অপারেটিং সিস্টেম।- Realme 11 Pro 5G ফোনের কালার অপশন হল সানরাইজ বেইজ, ওয়েসিস গ্রিন এবং অ্যাস্ট্রাল ব্ল্যাক। অন্য দিকে, Realme Narzo 60 Pro 5G ফোনের কালার অপশন হল মার্স অরেঞ্জ, কসমিক ব্ল্যাক।- Realme 11 Pro 5G ফোনের দাম হল ২৩,৯৯৯ টাকা। অন্য দিকে, Realme Narzo 60 Pro 5G ফোনের দাম হল ২৯,৯৯৯ টাকা।