TRENDING:

Mobile Phone Offer: মাত্র ৫৪৯৯ টাকায় ওয়ান প্লাসের 5G ফোন, জানুন কী ভাবে কোথায় কিনবেন

Last Updated:
Mobile Phone Offer: এই স্মার্টফোনটি Amazon-এ ১৮,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যায়, কিন্তু সেই ফোনই এখন এত সস্তা৷
advertisement
1/5
মাত্র ৫৪৯৯ টাকায় ওয়ান প্লাসের 5G ফোন, জানুন কী ভাবে কোথায় কিনবেন
OnePlus ফোন কিনতে চান, অনেকদিন ধরেই ভাবছেন কিনবেন কিন্তু কেনা হয়ে উঠছে না, তাহলে এটাই দারুণ মওকা।  মোবাইল ফোন ক্রেতাদের জন্য সুখবর রয়েছে। চিনের শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি OnePlus-এর সবচেয়ে সস্তা 5G ফোন হল OnePlus Nord CE 2 Lite 5G। এখন এই ফোন Amazon থেকে যদি বিশেষ প্ল্যানের সাহায্যে কেনেন তাহলে বিশাল ছাড় পাওয়া যাবে। অফারে এখন এই ফোনটি ৫,৪৯৯ টাকায় কেনা যাবে।
advertisement
2/5
OnePlus Nord CE 2 Lite 5G (6GB+128GB) অ্যামাজন ডিল অফ দ্য ডে-তে বিশাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে৷ আপনি এই সস্তা ফোনটি ১৩,৫০০ টাকা কম দামে কিনতে পারবেন। এই স্মার্টফোনটি Amazon-এ ১৮,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যায়, তবে ফোনে ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের সুবিধা গ্রহণ করলে এই ফোনেই আপনি ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়ও পেতে পারেন, যার মানে ফোনটির দাম হবে মাত্র ৫,৪৯৯ টাকা।
advertisement
3/5
সমস্ত অফার এবং এক্সচেঞ্জ অফার সহ আপনি ৫৪৯৯ টাকা দামে OnePlus-এর এই 5G ফোনটি কিনতে পারবেন৷ মনে রাখবেন পুরনো ফোনের দাম নির্ভর করে ফোনের কোম্পানি , ও আপনি যে মডেলেটি এক্সচেঞ্জ করতে গেছেন তার অবস্থার ওপর।
advertisement
4/5
OnePlus Nord CE 2 Lite 5G-এর বৈশিষ্ট্য OnePlus Nord CE 2 Lite 5G হল  এই ওয়ান প্লাস কোম্পানির সবচেয়ে কম দামের 5G ফোন। এই ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ফোনটিতে ৮ GB পর্যন্ত RAM এবং ১২৮ GB স্টোরেজ রয়েছে। ফোনটিতে ৩টি রিয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রাথমিক লেন্সটি ৬৪ মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্সটি ২ এমপি ডেপথ এবং তৃতীয় লেন্সটি 2 এমপি ম্যাক্রো লেন্স।
advertisement
5/5
সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি এবং যা  দ্রুত চার্জিং করার সুবিধা দিচ্ছে৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mobile Phone Offer: মাত্র ৫৪৯৯ টাকায় ওয়ান প্লাসের 5G ফোন, জানুন কী ভাবে কোথায় কিনবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল