TRENDING:

নেটওয়ার্ক আছে, তবুও ফোন যাচ্ছে না! চট করে দেখুন মোবাইলে এই সমস্যা নেই তো

Last Updated:
কী কী কারণে ফোন লাগে না, আবার কোন উপায়ে সারবে এই চেনা সমস্যা? সবকিছু নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে
advertisement
1/5
নেটওয়ার্ক আছে, তবুও ফোন যাচ্ছে না! চট করে দেখুন মোবাইলে এই সমস্যা নেই তো
অনেক সময়ই দেখা যায়, ফোনে নেটওয়ার্ক আছে, ফোনে ব্যাটারিও আছে পুরো মাত্রায়, তাও ফোন লাগছে না৷ এমন পরিস্থিতির সম্মুখীন সকলকেই হতে হয়েছে৷ সাধারণত এমন পরিস্থিতিতে আমরা দোষ দিয়ে বসি ফোনের নেটওয়ার্ককে৷
advertisement
2/5
এমন পরিস্থিতির সম্মুখীন সকলকেই হতে হয়েছে৷ সাধারণত এমন পরিস্থিতিতে আমরা দোষ দিয়ে বসি ফোনের নেটওয়ার্ককে৷
advertisement
3/5
কিন্তু জানেন কি অনেক সময় আমাদের কিছু ভুলেই এমন পরিস্থিতি তৈরি হয়৷ আবার খুব সহজ কিছু উপায়ে ফিরে আসতে পারে নেটওয়ার্ক৷ কী কী কারণে ফোন লাগে না, আবার কোন উপায়ে সারবে এই চেনা সমস্যা? সবকিছু নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে
advertisement
4/5
DND চালু করা নেই তো?:- অফিসে থাকার কারণে বা অনেক সময় গেম খেলার কারণে আমরা ফোনের সেটিংয়ে গিয়ে DND চালু করি।
advertisement
5/5
এত কিছুর পরেও যদি কল না লাগে, তাহলে প্রথমে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন৷ অথবা টেলিকম কোম্পানির দোকানে গিয়ে আপনার সিমকার্ডটি একবার চেক করিয়ে নিন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
নেটওয়ার্ক আছে, তবুও ফোন যাচ্ছে না! চট করে দেখুন মোবাইলে এই সমস্যা নেই তো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল