Toilet: পাবলিক টয়লেটে অবশ্যই নিয়ে যান মোবাইল ফোন! সবার আগে করুন এই কাজ, নাহলেই সর্বনাশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mobile Phone in Public Toilet: পাবলিক টয়লেটে যে কেউ প্রবেশ করতে পারে। অনেক সময় পাবলিক টয়লেটে কেউ লুকিয়ে রেখে দিতে পারে মাইক্রো ক্যামেরা। এক্ষেত্রে কীভাবে বুঝবেন ওই টয়লেটে কোনও ক্যামেরা রাখা আছে কিনা?
advertisement
1/9

বেড়াতে যাওয়ার পথেই হোক বা অন্য কোনও প্রয়োজনে, কমবেশি সকলকেই কখনও না কখনও ব্যবহার করতে হয় পাবলিক টয়লেট। বিশেষত কোথাও ঘুরতে গেলে পাবলিক টয়লেট ব্যবহার ছাড়া উপায়ই থাকে না।
advertisement
2/9
এমত পরিস্থিতিতে পাবলিক টয়লেট ব্যবহারের আগে যথেষ্ট সতর্ক থাকা উচিত। বিশেষত নিরাপত্তার দিক অবশ্যই বারবার ভেবে দেখা উচিত।
advertisement
3/9
মনে রাখতে হবে পাবলিক টয়লেটে যে কেউ প্রবেশ করতে পারে। অনেক সময় পাবলিক টয়লেটে কেউ লুকিয়ে রেখে দিতে পারে মাইক্রো ক্যামেরা। এক্ষেত্রে কীভাবে বুঝবেন ওই টয়লেটে কোনও ক্যামেরা রাখা আছে কিনা?
advertisement
4/9
শুধুমাত্র টয়লেটেই নয়, অনেক সময় হোটেল রুমের মধ্যেও রাখা থাকে গোপণ ক্যামেরা। সাধারণ ভাবে যা সচরাচর চোখেই পড়ে না। এমন অবস্থায় ক্যামেরা খুঁজে পাওয়ার খুব সহজ কয়েকটি উপায় রয়েছে।
advertisement
5/9
পাবলিক ওয়াশরুমে ক্যামেরা কোথায় রাখা থাকতে পারে?বাথরুমের কোনা, দেওয়াল ছাদ ভাল করে পরীক্ষা করুন। টয়লেট পেপার হোল্ডার, সাবান ডিসপেনসার এবং এয়ার ফ্রেশনার দেখে নিন। ছোট গর্ত বা ফাঁক পরীক্ষা করুন। এয়ার ভেন্টও দেখে নিন ভাল করে।
advertisement
6/9
তবে টেকনলজির ব্যবহার করেও খুঁজে পেতে পারেন লুকানো ক্যামেরা। ক্যামেরা ডিটেক্টর অ্যাপস (Android, iOS)-এর ব্যবহার করতে পারেন। সঙ্গে তাই অবশ্যই মোবাইল ফোন নিয়ে টয়লেটে যান।
advertisement
7/9
ফোনই জানিয়ে দেবে বাথরুমে লুকানো ক্যামেরা রয়েছে কিনা। ইনফ্রারেড স্ক্যানারও ব্যবহার করতে পারেন। আরএফ সিগন্যাল ডিটেক্টর ব্যবহার করেও খুঁজে পাওয়া যাবে ক্যামেরা।
advertisement
8/9
তবে পাশাপাশি আরও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। পাবলিক ওয়াশরুম ব্যবহার করার সময় শরীর যতটা সম্ভব ঢেকে রাখুন। খারাপ আলোযুক্ত পাবলিক টয়লেট ব্যবহার করা এড়িয়ে চলুন।
advertisement
9/9
আপনি একটি গোপন ক্যামেরা খুঁজে পেলে কি করবেন? - ডিভাইস স্পর্শ করবেন না। - অবিলম্বে কর্তৃপক্ষকে রিপোর্ট করুন। - অবস্থানের বিবরণ শেয়ার করুন।