TRENDING:

Phone Hacking: ফোনে এই সংকেতগুলো দেখেন ? সাবধান ! আপনার মোবাইল হয়তো হ্যাক করা হয়েছে

Last Updated:
ফোন হ্যাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন? হ্যাক হলে কী করণীয় জানুন
advertisement
1/6
ফোনে এই সংকেতগুলো দেখেন ? সাবধান ! আপনার মোবাইল হয়তো হ্যাক করা হয়েছে
স্মার্টফোনের যুগে ফোন ট্যাপ করা মুখের কথা ! হ্যাকাররা সহজেই আপনার ফোনকে ‘ট্যাপিং ডিভাইজ’-এ পরিণত করে ফেলছে! এইমুহূর্তেই সাবধান হন! ফোনে কিছু সংকেত দেখেই বুঝে নিন আপনার ফোন কেউ ট্যাপ করছে কিনা-- Photo Source: Collected
advertisement
2/6
যদি দেখেন আপনার ফোন কোনও কারণ ছাড়াই রিস্টার্ট হচ্ছে বা হঠাৎ করে ফোনের আলো জ্বলে উঠছে, তাহলে বুঝতে হবে আপনার ফোনে নিশ্চয়ই কোনও রিমোট আক্সেস রয়েছে বা বাইরে থেকে কেউ আপনার ফোন নিয়ন্ত্রণ করছে! Photo Source: Collected
advertisement
3/6
ফোন সম্পূর্ণ শাট ডাউন হওয়ার পরেও স্ক্রিনে আলো জ্বলে থাকলে বা ফোন শাট ডাউন হতে অনেক বেশি সময় নিলে কিংবা শাট ডাউন ফেইল হলে বুঝতে হবে হয়তো ফোন হ্যাক করা হয়েছে। Photo Source: Collected
advertisement
4/6
যদি ফোন করার সময় বা ফোনে কথা বলার সময় অদ্ভুত সব ‘ব্যাকগ্রাউন্ড নয়েজ’ বা অনর্গল বিপবিপ শব্দ শুনতে পান, অথবা যদি দেখেন কল চলাকালীন দু’প্রান্তের নেটওয়ার্ক বার ফুল থাকা সত্ত্বেও বার বার ভয়েস ব্রেক হচ্ছে, তাহলে তা ফোন ট্যাপ করার জন্য হতে পারে। Photo Source: Collected
advertisement
5/6
ফোন ট্যাপ হওয়ার কারণে ব্যাটারির চার্জ আচমকা অস্বাভাবিক ভাবে কমে যায়। আপনার ফোন কল কোনও অ্যাপের সাহায্যে তৃতীয়পক্ষের কাছে পাঠানোর সময় ফোনের চার্জ বেশি ক্ষয় হয় আর এ'জন্যই ফোন ট্যাপ করা হলে ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে বা ফোনট অস্বাভাবিক গরম হয়ে ওঠে। Photo Source: Collected
advertisement
6/6
স্প্যাইং অ্যাপ আপনার ফোনের সেলুলার ডেটা ব্যবহার করতে পারে। যদি আপনার ফোনে কোনও ডেটা প্ল্যান অ্যাক্টিভ করা না থাকে, সে ক্ষেত্রে ফোনের বিল অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে ফোনের বিলের বিস্তারিত তথ্য হাতে পেলে যাচাই করে দেখলেই অসঙ্গতি রয়েছে কিনা বুঝে নিতে পারবেন! তবে প্রিপেইড নম্বরের ক্ষেত্রে এই অসঙ্গতি ধরার তেমন কোনও উপায় নেই। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Phone Hacking: ফোনে এই সংকেতগুলো দেখেন ? সাবধান ! আপনার মোবাইল হয়তো হ্যাক করা হয়েছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল