TRENDING:

এক লাফে অনেকটা দাম কমলো এই নোকিয়া ফোনের, না কিনলে মিস করবেন

Last Updated:
advertisement
1/5
এক লাফে অনেকটা দাম কমলো এই নোকিয়া ফোনের, না কিনলে মিস করবেন
• দাম কমলো Nokia 6.1 ফোনের ৷ গত এপ্রিল মাসে ভারতের বাজারে এসেছিল এই ফোন ৷ তার আগে জানুয়ারি মাসে বিশ্ব বাজারে আসে আসে এই ফোন ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
2/5
• কিছুদিনের মধ্যেই ভারতে আসবে Nokia 6.1 Plus ৷ তার আগে দাম কমলো Nokia 6.1-এর ৷ এক লাফে ১,৫০০ টাকা দাম কমছে এই ফোনের ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
3/5
• 3GB র‍্যাম/ 32GB স্টোরেজ ক্ষমতাসম্পন্ন ফোনটির দাম ভারতে এখন ১৬,৯৯৯ টাকা ৷ 4GB র‍্যাম/ 64GB স্টোরেজ ক্ষমতা সম্পন্ন পোনটির দাম ১৮,৯৯৯ টাকা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
4/5
• নোকিয়ার এই ফোনে রয়েছে ৮.১ অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন ৷ অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর ও ডুয়াল সিম টেকনোলজি রয়েছে Nokia 6.1 ফোনে ৷ ৫.৮ ইঞ্চি ফুল এইচডি (1080x2280 পিক্সেল) ডিসপ্লে রয়েছে এতে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
5/5
• রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ৷ পাশাপাশি এই ফোনে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এক লাফে অনেকটা দাম কমলো এই নোকিয়া ফোনের, না কিনলে মিস করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল