TRENDING:

Ear Bud | Headphone Use: ঘণ্টার পরে ঘণ্টা কানে ‘ইয়ার বাড’! কানে শোনার ক্ষমতাই হারাল উত্তরপ্রদেশের তরুণ, কী হল দেখুন..

Last Updated:
কান নিয়মিত পরিষ্কার করুন৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণীদের মধ্যেই এই ধরনের সংক্রমণের সমস্যা বাড়ছে৷
advertisement
1/7
ঘণ্টার পরে ঘণ্টা কানে ‘ইয়ার বাড’! শোনার ক্ষমতাই হারাল উত্তরপ্রদেশের তরুণ, দেখুন
উত্তরপ্রদেশ: ওয়ারলেস হোক, কী ওয়ারড ইয়ার বাড৷ আমাদের রোজের জীবনের যেন অঙ্গাঙ্গি অংশ হয়ে উঠেছে এই ইয়ার বাড৷ বহু মানুষই দিনের অধিকাংশ সময় এখন কানে ইয়ার বাড লাগিয়ে বসে থাকেন৷ কিন্তু, জানেন কি, এর জন্য ভয়াবহ বিপদ নেমে আসতে পারে আপনার জীবনে৷ কিছু ক্ষেত্রে অপারেশন পর্যন্ত করতে হতে পারে৷
advertisement
2/7
The Times of India-একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অত্যধিক ইয়ার বাড ব্যবহারের ফলে কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক আঠারো বছরের তরুণ৷
advertisement
3/7
দিল্লির হাসপাতালে অস্ত্রোপচার করে অবশেষে সে তাঁর শ্রবণশক্তি ফিরে পেয়েছে৷ চিকিৎসকেরা জানিয়েছেন, অত্যধিক সময় ধরে কানে ইয়ার বাড লাগিয়ে রাখার কারণেই সে শ্রবণশক্তি হারিয়েছিল৷
advertisement
4/7
চিকিৎসকেরা বলেছেন, ‘‘যখন অনেকক্ষণ ধরে কানে ইয়ার বাড লাগিয়ে রাখা হয়, তখন, ইয়ার ক্যানালের আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়৷ এর ফলে, ওই জায়গায় বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাসের আঁতুরঘর হয়ে ওঠে৷ আমাদের শরীরের মতো আমাদের কানেরওভেন্টিলেশন দরকার৷ অনেকক্ষণ সেটা বন্ধ রাখলে সেখানে সংক্রমণের সম্ভাবনা বাড়ে৷’’
advertisement
5/7
ইয়ার বাড জনিত কানের এই সংক্রমণ রুখতে বেশ কিছু বিষয়ে সচেতনতা অবলম্বন করা উচিত৷ যেমন, ১. কখনও নিজের ইয়ার বাড বন্ধুবান্ধব বা পরিবারের কোনও সদস্যের সঙ্গে শেয়ার না করা৷
advertisement
6/7
হেড ফোন বা ইয়ার বাড ব্যবহার করার মধ্যে সময়ে সময়ে বিরতি দেওয়া৷ যদি কাজের জন্য ইয়ার বাড ব্যবহার করতেই হয়, সেখানেও পরিকল্পনা করে ব্যবহার কমানোর চেষ্টা করুন৷
advertisement
7/7
কান নিয়মিত পরিষ্কার করুন৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণীদের মধ্যেই এই ধরনের সংক্রমণের সমস্যা বাড়ছে৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Ear Bud | Headphone Use: ঘণ্টার পরে ঘণ্টা কানে ‘ইয়ার বাড’! কানে শোনার ক্ষমতাই হারাল উত্তরপ্রদেশের তরুণ, কী হল দেখুন..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল