TRENDING:

৭ হাজারেরও কমে পাওয়া যাচ্ছে Redmi জনপ্রিয় বাজেট স্মার্টফোন, কেনার চরম সুযোগ

Last Updated:
এ ছাড়াও কোনও গ্রাহক যদি ব্যাঙ্ক অফ বরোদা এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তা হলে তিনি তৎক্ষণাৎ প্রায় ১০৫০ টাকার ছাড় পেয়ে যাবেন
advertisement
1/6
৭ হাজারেরও কমে পাওয়া যাচ্ছে Redmi জনপ্রিয় বাজেট স্মার্টফোন, কেনার চরম সুযোগ
Mi তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। Redmi সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে ‘দিওয়ালি উইথ এমআই সেল’। যদিও দীপাবলির অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এই সেল। এই সেলে গ্রাহকদের নির্দিষ্ট কয়েকটি ফোনের উপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। ‘দিওয়ালি উইথ এমআই সেল’-এর সেরা অফারের মধ্যে রয়েছে রেডমি ৯ অ্যাক্টিভ ফোনটিও। এই ফোন খুবই কম দামে পাওয়া যাচ্ছে দীপাবলির বিশেষ ছাড়ে।
advertisement
2/6
সংস্থার সেল পেজে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকেরা রেডমি ৯ অ্যাক্টিভ ফোনটি ক্রয় করতে পারে মাত্র ৭,৪৯৯ টাকা দিয়ে। কারণ এই সেলে রেডমি ৯ অ্যাক্টিভ ফোনের দাম শুরু হচ্ছে ৭,৪৯৯ টাকা থেকেই।
advertisement
3/6
এ ছাড়াও কোনও গ্রাহক যদি ব্যাঙ্ক অফ বরোদা এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তা হলে তিনি তৎক্ষণাৎ প্রায় ১০৫০ টাকার ছাড় পেয়ে যাবেন। একই সঙ্গে গ্রাহকেরা এটিএম ক্যাশব্যাকের মাধ্যমে ১০০০ টাকার ক্যাশব্যাকের সুবিধাও পেয়ে যেতে পারেন। সুতরাং এই সব সুবিধা ব্যবহার করলে কোনও ক্রেতা রেডমি ৯ অ্যাক্টিভ ফোনটি ৭ হাজার টাকারও কম দামে পেয়ে যেতেই পারেন। দেখে নেওয়া যাক ফোনটি ঠিক কেমন—
advertisement
4/6
রেডমি ৯ অ্যাক্টিভ ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত। এ ছাড়াও রেডমি ৯ অ্যাক্টিভ ফোনে রয়েছে ৪ জিবি এবং ৬ জিবি র্যা মের অপশন। পাশাপাশি রেডমি ৯ অ্যাক্টিভ-এ রয়েছে ৬৪ জিবির ইনবিল্ট ইন্টারনাল স্টোরেজ। এই ইনবিল্ট ইন্টারনাল স্টোরেজ আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।
advertisement
5/6
রেডমি ৯ অ্যাক্টিভ ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে থাকছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। রেডমি ৯ অ্যাক্টিভ ফোনের সামনে অর্থাৎ ওয়াটারড্রপ নচে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
advertisement
6/6
রেডমির এই বাজেট স্মার্টফোন রেডমি ৯ অ্যাক্টিভ ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ডিভাইসে চালিত যা Miইউআই ১২ যুক্ত। রেডমি ৯ অ্যাক্টিভ ফোনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ৫০০০ এমএএইচের ব্যাটারি ১০ডাবলু দ্রুত চার্জিং ব্যবস্থা-সহ পাওয়া যায়। এই ফোনটি আকার ১৬৪.৯×৭৭.০৭×৯.০ মিলিমিটার এবং ওজন ১৯৪ গ্রাম।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
৭ হাজারেরও কমে পাওয়া যাচ্ছে Redmi জনপ্রিয় বাজেট স্মার্টফোন, কেনার চরম সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল