Amazon Great Summer Sale|| Samsung: পুরনো ফোনের এবার ছুটি! Samsung-এর ফোনে দারুন অফার নিয়ে হাজির Amazon
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বিশেষ সুযোগ নিতে পারলে নানা ধরনের স্মার্টফোনে পাওয়া যেতে পারে বড়সড় ছাড়। এই সেল চলাকালীন গ্রাহকরা Samsung-এর অনেক ফোনে পেতে পারেন বড় ছাড়।
advertisement
1/9

শুরু হয়ে গিয়েছে Amazon-এর ‘গ্রেট সামার সেল ২০২৩’। এই বিশেষ সুযোগ নিতে পারলে নানা ধরনের স্মার্টফোনে পাওয়া যেতে পারে বড়সড় ছাড়। এই সেল চলাকালীন গ্রাহকরা Samsung-এর অনেক ফোনে পেতে পারেন বড় ছাড়। সঙ্গে পাওয়া যাবে নানা ধরনের অফারও। জেনে নেওয়া যাক Amazon-এর গ্রেট সামার সেল সম্পর্কে
advertisement
2/9
যে সমস্ত গ্রাহক এই সময় একটি বাজেট ফোন কিনতে চাইছেন তাঁরা Samsung Galaxy M13-র কথা ভাবতে পারেন। কারণ Amazon-এর বিশেষ ছাড়ে এই ফোনটি ১১,৯৯৯ টাকার পরিবর্তে কিনে নেওয়া যেতে পারে মাত্র ৯,৬৯৯ টাকায়।
advertisement
3/9
Samsung Galaxy M04-এর মতো ফোন Amazon-এর বিশেষ ছাড়ে কিনে নেওয়া যেতে পারে ৮,৪৯৯ টাকার পরিবর্তে ৬,৯৯৯ টাকায়। সব থেকে আকর্ষণীয় বিষয় হল, Amazon-এর এই সেলে গ্রাহকরা ১৪,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১২,৪৯০ টাকায় কিনে নিতে পারেন এন্ট্রি লেভেল 5G ফোন, অর্থাৎ Samsung Galaxy M14 5G।
advertisement
4/9
আর যদি কেউ মিড রেঞ্জের ফোন কিনতে চান, তাহলে তাঁরা ভাবতে পারেন Samsung Galaxy M53 5G-র কথা। কারণ Amazon-এর বিশেষ ছাড়ে এই ফোনটি পাওয়া যাচ্ছে ৫,২৫০ টাকা কম দামে। এর আসল দাম ২৮,৪৯৯ টাকা, কিন্তু বিশেষ ছাড়ে তা পাওয়া যাবে ২৩,২৪৯ টাকায়।
advertisement
5/9
একইভাবে, Amazon-এর ‘গ্রেট সামার সেল ২০২৩’-এ Samsung Galaxy M33 5G কিনে নেওয়া যাবে মাত্র ১৪,৪৯৯ টাকায়, আসলে এর দাম ১৮,৯৯৯ টাকা।
advertisement
6/9
Samsung Galaxy S20 FE 5G-তে পাওয়া যেতে পারে ৩১,০০০ টাকার বিশাল ছাড়। এই ক্ষেত্রে, গ্রাহকরা এটি ৫৫,৯৯৯ টাকার পরিবর্তে ২৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
advertisement
7/9
Samsung Galaxy S23 5G-এর ক্ষেত্রেও গ্রাহকরা ৫০০০ টাকার ছাড় পেতে পারেন। ওই পরিমাণ ছাড়ের পর ফোনটি ৭৪,৯৯৯ টাকার পরিবর্তে কেনা যাবে শুধুমাত্র ৬৯,৯৯৯ টাকায়।
advertisement
8/9
শুধু তাই নয়, গ্রাহকরা গত বছরের ফ্ল্যাগশিপ ফোন অর্থাৎ Samsung Galaxy S22 Ultra-তেও পেতে পারেন বড় ছাড়ের সুবিধা। ১৫,০০০ টাকা ছাড় দিয়ে ১,০৯,৯৯৯ টাকার ফোনটি কেনা যাবে ৯৪,৯৯৯ টাকায়।
advertisement
9/9
Samsung-এর প্রিমিয়াম ফোন Samsung Galaxy S23 Ultra 5G-র ক্ষেত্রেও বিশেষ অফার দিচ্ছে Amazon। গ্রাহকরা ব্যাঙ্ক অফার কাজে লাগালে ৮ হাজার টাকা ছাড় পেতে পারেন। এই ক্ষেত্রে, গ্রাহকরা এটি ১,২৪,৯৯৯ টাকার পরিবর্তে ১,১৬,৯৯৯ টাকায় কিনতে পারেন।