Maha Kumbh: মহাকুম্ভে যেতে পারছেন না বলে আফসোস? চিন্তা নেই; বাড়িতে বসে ১০ মিনিটের মধ্যে হাতে পেয়ে যাবেন পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল, জেনে নিন দাম
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Maha Kumbh: এবার বিগবাস্কেট মোবাইল অ্যাপ ব্যবহার করেই ভক্তরা Svasti Maha Kumbh Pavitra Triveni Sangam Jal ঘরে বসে অর্ডার করতে পারবেন। খুব কম সময়ে তা পৌঁছে যাবে গ্রাহকের বাড়ির দরজায়।
advertisement
1/7

মহাসাড়ম্বরে পালিত হচ্ছে মহাকুম্ভ মেলা। আর পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল বোতলবন্দি হয়ে বিক্রি হচ্ছে টাটা গ্রুপের অনলাইন গ্রসারি প্ল্যাটফর্ম বিগবাস্কেট -এ। ফলে এবার বিগবাস্কেট মোবাইল অ্যাপ ব্যবহার করেই ভক্তরা Svasti Maha Kumbh Pavitra Triveni Sangam Jal ঘরে বসে অর্ডার করতে পারবেন। খুব কম সময়ে তা পৌঁছে যাবে গ্রাহকের বাড়ির দরজায়।
advertisement
2/7
Svasti Maha Kumbh Pavitra Triveni Sangam Jal-কে খুবই পবিত্র বলে গণ্য করেন হিন্দুরা। এই উদ্যোগের লক্ষ্য হল, পবিত্র মহাকুম্ভ চলাকালীন গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম থেকে আধ্যাত্মিক ভাবে তাৎপর্যপূর্ণ ত্রিবেণী সঙ্গম জল তৈরি করা, আর তা যাতে আরও বেশি পরিমাণ ভক্তদের কাছে পৌঁছে যায়, সেটা নিশ্চিত করা। এটা বিশেষ করে তাঁদের জন্য সুবিধাজনক, যাঁরা এই পবিত্র ধর্মস্থানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি
advertisement
3/7
Svasti Maha Kumbh Pavitra Triveni Sangam Jal-এর দাম: Svasti Maha Kumbh Pavitra Triveni Sangam Jal পাওয়া যাচ্ছে ১০০ মিলিলিটার বোতলে। যার দাম শুরু হচ্ছে ৬৯ টাকা থেকে। সেই সঙ্গে বিগবাস্কেট গ্রাহকদের নিশ্চিত করে এ-ও জানিয়েছে যে, জলের বিশুদ্ধতা এবং পবিত্রতা বজায় রাখার জন্য প্রামাণিক ভাবে উৎস করা হয়েছে।
advertisement
4/7
সংশ্লিষ্ট পণ্যের ডেসক্রিপশনে বলা হয়েছে যে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে বিশুদ্ধ জলের পবিত্রতায় নিজেকে নিমজ্জিত করুন। পূজা, উৎসব-অনুষ্ঠান, বিগ্রহ স্নান করানো এবং ঘর ও ব্যবসার জায়গায় পবিত্রতা রক্ষার জন্য ত্রিবেণী সঙ্গম জল ব্যবহার করুন। যাঁরা একাধিক ১০০ মিলিলিটার বোতল কিনতে চাইছেন, তাঁদের জন্যও সুবিধা দিচ্ছে বিগবাস্কেট। ৩টি, ৬টি এবং ১২টি বোতলের প্যাকে মিলছে Svasti Maha Kumbh Pavitra Triveni Sangam Jal।
advertisement
5/7
৩x১০০ মিলিলিটার প্যাক: ২০২.৮৬ টাকা | ৬x১০০ মিলিলিটার প্যাক: ৪০১.৫৮ টাকা | ১২x১০০ মিলিলিটার প্যাক: ৭৮৬.৬০ টাকা
advertisement
6/7
মহাকুম্ভে ব্লিঙ্কিট স্টোর: চলতি বছরের গোড়ার দিকে ক্যুইক-কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট ঘোষণা করেছিল যে, মহাকুম্ভে আগত তীর্থযাত্রী এবং পর্যটকদের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় একটা অস্থায়ী স্টোর স্থাপন করা হচ্ছে। এক্স (পূর্বে ট্যুইটার)-এর একটি পোস্টের মাধ্যমে ব্লিঙ্কিট-এর সিইও অলবিন্দর ধিন্দসা এই ঘোষণা করেছেন।
advertisement
7/7
তিনি বলেন যে, ১০০ বর্গফুট স্টোর কৌশলগত ভাবে প্রধান এলাকাগুলিতে স্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল - আরাইল টেন্ট সিটি, ডোম সিটি, আইটিডিসি লাক্সারি ক্যাম্প এবং দেবরাখ। পূজার সামগ্রী, দুধ, দই, ফল, সবজি (ব্যক্তিগত সেবনের জন্য এবং দানের জন্য), চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, তোয়ালে, ব্ল্যাঙ্কেট এবং বিছানার চাদর - এই সমস্ত কিছুই মিলছে এই স্টোরে। সেই সঙ্গে এই স্টোরে পাওয়া যাচ্ছে ত্রিবেণী সঙ্গম জলের বোতলও।