মন দিয়ে দেখুন এই ছবি, গাড়ি চালানো শিখে যাবেন! চার চাকা চালানোর ABCD লুকিয়ে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Driving tips: এই ছবিতে লুকিয়ে চার চাকা চালানোর ABCD.
advertisement
1/5

বর্তমান সময়ে গাড়ি চালানো শেখা খুবই গুরুত্বপূর্ণ। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ গাড়ি চালানো শিখতে পারে। গাড়ি চালানো শিখতে হলে গাড়ির মূল বিষয়গুলো জানতে হয় সবার আগে। এই ছবিগুলিতে সেটাই বোঝানো হবে আপনাদের।
advertisement
2/5
ড্রাইভিং শিখতে হলে অনেকগুলি বিষয় জানতে হয়। তবে এই ছবিগুলিতে আপনাদের A, B, C এবং D সাংকেতিক চিহ্নের মাধ্যমে বেসিক ব্যাপারগুলি বোঝানোর চেষ্টা করব আমরা। A, B, C এবং D শুধুমাত্র প্রতীকী হিসেবে থাকবে।
advertisement
3/5
A অর্থাৎ এক্সিলারেটর প্যাডেল। গাড়ির গতি বাড়াতে বা কমাতে এক্সিলারেটর প্যাডেল ব্যবহার করা হয়। মনে রাখবেন, এক্সিলারেটর প্যাডেলের জন্য ডান পা ব্যবহার করতে হবে। B অর্থাৎ ব্রেক প্যাডেল। ব্রেক প্যাডেলের জন্যও ডান পা ব্যবহার করা হয়। এর জন্য ডান পা এক্সিলারেটর প্যাডেল থেকে সরিয়ে তারপর ব্রেক প্যাডেল চাপতে হয়।
advertisement
4/5
C মানে ক্লাচ প্যাডেল। গিয়ার পরিবর্তন কার সময় ক্লাচ প্যাডেল চাপা হয়। ক্লাচ প্যাডেলে চাপ দিতে হয়। এটি ব্যবহারের জন্য বাঁ পা দরকার। গাড়ি চালানোর সময় বাঁ পা শুধুমাত্র ক্লাচ প্যাডেলের জন্য ব্যবহার করা হয়।
advertisement
5/5
D এর অর্থ ডেড প্যাডেল। অধিকাংশ মানুষ এটা কী জন্য ব্যবহার করা হয় জানেন না। আসলে, এটি চালকের বাঁ পাকে বিশ্রাম দেওয়ার জন্য বোঝানো হয়। আপনি এটিতে আপনার বাঁ পা রাখতে পারেন। কারণ বাঁ পায়ের ব্যবহার খুব কম করতে হয়।