Lifestyle Tips: ‘এভাবে’ ফোন চার্জ করেন, নিজে হাতে বাজাচ্ছেন বারোটা, ফোনের আয়ু বাড়বে হু হু করে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Lifestyle Tips: জানুন কি করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার সাধের স্মার্ট ফোনটিকে
advertisement
1/7

বর্তমানে আমরা সকলেই হয়ে পড়েছি স্মার্টফোন নির্ভর। সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে এই যন্ত্র। অনলাইনে যাবতীয় কাজকর্মের পাশাপাশি বিনোদন রয়েছে একমাত্র স্মার্টফোনেই
advertisement
2/7
সচেতনভাবে ব্যবহার না করলেই অকালে নষ্ট হতে পারে আপনার ফোন। এ ক্ষেত্রে অনেকেই চার্জিংয়ের সময় বড়সড় ভুল করে থাকেন। কয়েকটি বিষয় মাথায় রাখলেই ফোন থাকবে দীর্ঘদিন অক্ষত
advertisement
3/7
কখনই ফোন সারারাত চার্জ দেবেন না। এর ফলে ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়
advertisement
4/7
চার্জ দেওয়ার সময় কখনই ফোন ব্যবহার করবেন না। এক্ষেত্রে ফোনের প্রসেসারের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়
advertisement
5/7
ওয়ারলেস চার্জার ব্যবহার করার ক্ষেত্রে সঠিক ভাবে ব্যবহার করুন। নির্দিষ্ট স্থানে এবং সঠিকভাবে ফোনটি চার্জারের উপর রাখুন
advertisement
6/7
চার্জিং শুরু পর বারবার বিদ্যুতের সুইচ অফ অন করা উচিত নয়। এর ফলে ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে, ফলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে
advertisement
7/7
সাধারণ কয়েকটি নিয়ম মানলেই আপনার সাধের ফোনটির স্বাস্থ্য থাকবে ভালো এবং ফোনটি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে