TRENDING:

Laptop: সেরা ল্যাপটপ কিনুন ১৫ হাজারের মধ্যেই! কোন ব্র‍্যান্ডে কত ছাড়? দেখে নিন

Last Updated:
সাধারণ ভাবে একটি ল্যাপটপের দাম ২৫,০০০ টাকার উপরে হলেও, এখন ১৫,০০০ টাকার মধ্যে কয়েকটি ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই অফারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/7
সেরা ল্যাপটপ কিনুন ১৫ হাজারের মধ্যেই! কোন ব্র‍্যান্ডে কত ছাড়? দেখে নিন
বর্তমানে ডেস্কটপের থেকে ল্যাপটপের চাহিদা খুবই বেশি। কারণ ল্যাপটপ যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। এর ফলে যে কোনও জায়গায় বসে ল্যাপটপের মাধ্যমে অফিসের কাজ এবং অন্যান্য কাজ খুব সহজে করে ফেলা যায়। স্কুলের বিভিন্ন কাজ এবং অনলাইন ক্লাসের জন্যও ল্যাপটপ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু, একটি ভাল ল্যাপটপের দাম কিছুটা হলেও বেশি।
advertisement
2/7
বাজারে এখন বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ রয়েছে। বিভিন্ন কোম্পানি গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন দামের ল্যাপটপ বাজারে লঞ্চ করে চলেছে। সাধারণ ভাবে একটি ল্যাপটপের দাম ২৫,০০০ টাকার উপরে হলেও, এখন ১৫,০০০ টাকার মধ্যে কয়েকটি ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই অফারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/7
Lenovo Slim 3 Chromebook Touch Intel Celeron Dual Core - গ্রাহকরা খুবই কম দামে এই ল্যাপটপ ঘরে আনতে পারবেন। Lenovo Slim 3 Chromebook Touch Intel Celeron Dual Core ল্যাপটপে ৬০% ছাড় দেওয়া হচ্ছে। Lenovo Slim 3 Chromebook Touch Intel Celeron Dual Core ল্যাপটপটি ফ্লিপকার্টে ৩৯,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১৫,৯৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। বিশেষ বিষয় হল এক্সচেঞ্জ অফারের অধীনে এটিতে ১৫,৩৫০ টাকা ছাড়ও দেওয়া হচ্ছে। এই ল্যাপটপটিতে ৪ GB RAM এবং ১ বছরের অনসাইট ওয়ারেন্টি রয়েছে।
advertisement
4/7
Asus Chromebook Touch Intel Celeron Dual Core - ফ্লিপকার্টে এই ল্যাপটপ ৪৬% ছাড়ে কেনা যাবে। এই ল্যাপটপটি ২৯৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১৫৯৯০ টাকায় বাড়িতে আনা যাবে।
advertisement
5/7
যদি কারও কাছে একটি পুরনো ল্যাপটপ থাকে, তাহলে এটিকে এক্সচেঞ্জ অফারে বাড়িতে নিয়ে আসা যাবে। যার জন্য ১৫৩৫০ টাকার ছাড় পাওয়া যাবে। এতে রয়েছে ৪ জিবি র‍্যাম, ক্রোম অপারেটিং সিস্টেম। এছাড়াও, এটিতে একটি টাচস্ক্রিন ডিসপ্লে পাওয়া যায়। এটিতে ১ বছরের অনসাইট ওয়ারেন্টি রয়েছে।
advertisement
6/7
Asus Chromebook Flip Touch Celeron Dual Core - গ্রাহকরা অর্ধেক দামে অর্থাৎ ৫০% ছাড়ে এই ল্যাপটপটি কিনতে পারবে। বলা হচ্ছে, এটাই চলতি বছরের সবচেয়ে কম দাম।
advertisement
7/7
গ্রাহকরা এটিকে ফ্লিপকার্ট থেকে ২৯৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১৪৯৯০ টাকায় বাড়িতে আনতে পারবেন। বিশেষ বিষয় হল এটি এক্সচেঞ্জ অফারের অধীনে ১৪৪৫০ টাকা ছাড়ে কেনা যাবে। এটিতে একটি ১১.৬ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে এবং এতে ৪ GB RAM রয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Laptop: সেরা ল্যাপটপ কিনুন ১৫ হাজারের মধ্যেই! কোন ব্র‍্যান্ডে কত ছাড়? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল