TRENDING:

Cyber Crime News: সাবধান! বন্ধুত্বের আবেদনে অনলাইনে সাড়া! দুর্বল মুহূর্তের ফটো দিয়ে সর্বস্বান্ত করার ছক, বাঁচবেন এই পদ্ধতিতে

Last Updated:
Cyber Crime News: বর্তমানে নেটদুনিয়ার ‘বন্ধু’রা আবেগপূর্ণ মুহূর্তের ফটো দেখিয়ে লুটে নিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
advertisement
1/7
অনলাইনে বন্ধু,দুর্বল মুহূর্তের ফটো দিয়ে সর্বস্বান্ত করার ছক,বাঁচবেন এই পদ্ধতিতে
:বর্তমানে নেটের ক্রাইম দুনিয়ার একটি অত্যন্ত বহুল প্রচলিত শব্দ সেক্সটর্শন৷ আর এর মাধ্যমে মানুষকে লুটে নিচ্ছে ক্রিমিনালরা। সেক্সটর্শনের অর্থাত্‍ সেক্সুয়াল  বা যৌনতামূলক কোনও ভিডিও বা ছবি দ্বারা ব্ল্যাকমেল করে মানুষের থেকে অর্থ লুটে নিচ্ছে সাইবার ক্রিমিনালরা।
advertisement
2/7
আজকাল বহু মানুষ একাকীত্বের জেরে সোশ্যাল মিডিয়া বা অনলাইন অ্যাপে নিত্য নতুন বন্ধুত্ব গড়ে তুলছেন। যৌনতার প্রতি আকর্ষণ পৃথিবীতে প্রতিটি মানুষের আছে আর এই দুর্বলতাকে হাতিয়ার করে একাধিক কাজ সম্পন্ন করে নিচ্ছেন সাইবার ক্রিমিনালরা। Photo- Representative 
advertisement
3/7
সাইবার বিশেষজ্ঞ, অনুজ কুমার জানান, এই ধরণের সাইবার ক্রিমিনালরা প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব পাতায়। তারপর মিথ্যে প্রেমের জাল বুনে তারা কৌশলে প্রবেশ করে হোয়াটসঅ্যাপে। এরপরই তারা মানুষকে অনলাইন যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এই ধরণের ফাঁদে পড়ে যান অনেকেই। Photo- Representative
advertisement
4/7
আর তারপর ভিডিও কলের মাধ্যমে অনলাইন সেক্স করার সময় মানুষের নানা গোপনীয় ভিডিও এরা নিজেদের কাছে রেকর্ড করে রাখে স্ক্রিন রেকর্ডার এর মাধ্যমে। Photo- Representative
advertisement
5/7
পরবর্তীতে এই ভিডিওগুলো ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বিশাল অঙ্কের টাকা লুটে নেয় সাইবার ক্রিমিনালরা।বর্তমান যুগে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয় থাকি। আমরা অনেকেই নিজেদের অনুগামী সংখ্যা বাড়ানোর জন্য অজানা ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিই। আর সেখানেই সতর্ক হওয়া উচিত। এসব বিষয় এড়াতে বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দিচ্ছে প্রশাসন। Photo- Representative
advertisement
6/7
প্রথমত অজানা ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করাই শ্রেয়।অজানা কোন ব্যক্তির সঙ্গে ভিডিও কলে যোগাযোগ স্থাপন করা থেকে বিরত থাকা উচিত।
advertisement
7/7
যদি কোন ব্যক্তি ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে আপনাকে উত্যক্ত  করে তাহলে অবিলম্বে পুলিশের সহায়তা নিন।কেউ যদি সেক্সটর্শনের শিকার হয়েও থাকেন তাহলে তাদের কোন আর্থিক লেনদেন না করারই পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। Photo- Representative Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Cyber Crime News: সাবধান! বন্ধুত্বের আবেদনে অনলাইনে সাড়া! দুর্বল মুহূর্তের ফটো দিয়ে সর্বস্বান্ত করার ছক, বাঁচবেন এই পদ্ধতিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল