TRENDING:

সস্তার প্ল্যান আনল Jio! ২০০ টাকার কম খরচেও পেয়ে যাবেন ১৪ জিবি ডেটা

Last Updated:
এবার JioPhone গ্রাহকদের জন্য ১২৫ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও।
advertisement
1/5
সস্তার প্ল্যান আনল Jio! ২০০ টাকার কম খরচেও পেয়ে যাবেন ১৪ জিবি ডেটা
Reliance Jio 125 Rupees plan: মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ফের একবার জিও নিয়ে এল গ্রাহকদের জন্য সব থেকে সস্তার প্ল্যান। এই মুহূর্তে জিওর গ্রাহকরা বিনবামুল্যে নিজেদের নেটওয়ার্কে কল করার সুবিধা পান এর সঙ্গে কোনও বাড়তি চার্জ ছাড়াই উপভোগ করতে পাড়ে জিওর সব অ্যাপগুলিও।
advertisement
2/5
JioPhone গ্রাহকদের জন্য এবার ২০০ টাকার কমে এমন প্ল্যান নিয়ে এল জিও, যাতে আপনি কোম টাকায় পেয়ে যাবেন অনেক বেনিফিট আর বেশি ডেটা।
advertisement
3/5
এবার JioPhone গ্রাহকদের জন্য ১২৫ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবে মোট ১৪জিবি ডেটা, মানে দিনে ০.৫ জিবি ডেটা।
advertisement
4/5
এর সঙ্গে থাকছে মোট ১০০টি এসএমএস। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপগুলির অ্যাক্সেস। গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড জিও টু জিও কলিং-এর সুবধা আর বাকি নেটওয়ার্কের জন্য থাকছে ৫০০ মিনিটএর ফ্রি কলিং।
advertisement
5/5
এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপগুলোর সাবস্ক্রিপশন বিনামূল্যে, যার মধ্যে রয়েছে Jio Cinema, JioSaavn মতো অ্যাপ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
সস্তার প্ল্যান আনল Jio! ২০০ টাকার কম খরচেও পেয়ে যাবেন ১৪ জিবি ডেটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল