TRENDING:

গ্রাহকদের জন্য সুখবর ! এবার ২০২০ টাকা ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে Jio

Last Updated:
এই অফারটি পাওয়া যাবে ৩১ জানুয়ারি অবধি
advertisement
1/7
গ্রাহকদের জন্য সুখবর ! এবার ২০২০ টাকা ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে Jio
জিও গ্রাহকদের জন্য সুখবর ! এবার গ্রাহকদের ক্যাশব্যাক দেওয়ার জন্য বেশ কিছু ডিজিটাল ওয়ালেটের সঙ্গে হাত মিলিয়েছে Jio। এর ফলে ফোন রিচার্জ করার সময় গ্রাহকরা পেয়ে যাতে পারে ২০২০ টাকার ক্যাশব্যাক।
advertisement
2/7
এর জন্য জিও নিজের অফিশিয়াল ওয়েবসাইটে ‘cashback offer’ বলে একটি আলাদা সেকশনো বানিয়েছে। এখানে বলে হয়েছে যে ১৪৯ টাকা বা তার থেকে বেশি টাকার রিচার্জ করে গ্রাহক পেয়ে এজাতে পারে ২০২০ টাকার ক্যাশব্যাক। এই অফারটি পাওয়া যাবে ৩১ জানুয়ারি অবধি।
advertisement
3/7
Paytm UPI - Jio.com/My Jio-এর মাধ্যমে ১৪৯ টাকা বা তার থেকে বেশি টাকার রিচার্জ করলে Paytm দিচ্ছে ৫০ টাকার ক্যাশব্যাক। এটা শুধু তাঁদের জান্য তাঁরা প্রথমবার UPI-এর মাধ্যমে পেমেন্ট করবেন। Paytm থেকে ২০২০ টাকার ক্যাশব্যাক পেতে যান তাহলে আপনাকে অফার একটিভেট করতে হবে। সব গ্রাহকরাই এই অফারটি উপভোগ করতে পাড়বেন।
advertisement
4/7
Amazon UPI - নতুন ও পুরনো, সব গ্রাহকরাই এই আফারটি উপভোগ করতে পাড়বেন। Jio.com/My Jio-এর মাধ্যমে ১৪৯ টাকা বা তার থেকে বেশি টাকার রিচার্জ করলে পেয়ে যাবেন ৫০ টাকার ক্যাশব্যাক। Amazon-নেও রয়েছে বেশ কিছু অফার। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ টাকার রিওয়ার্ড।
advertisement
5/7
PhonePe - এখানে গ্রাহকরা Scratch & Win-এর মাধ্যমে পেয়ে যেতে পারেন ১৫০ টাকার ক্যাশব্যাক রিওয়ার্ড। নতুন গ্রাহকরা Scratch & Win-এর মাধ্যমে ৫০ টাকা পর্যন্ত রিওয়ার্ড পেয়ে যেতে পারেন।
advertisement
6/7
Mobikwik - গ্রাহকরা ২০০ টাকা অবধি সুপারক্যাশ অফার পেতে পারেন। এর জন্য গ্রাহকদের JIO50P কোড ব্যবহার করতে হবে।
advertisement
7/7
Freecharge - এখানে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০ টাকার অফার, এর জন্য গ্রাহকদের JIO50P কোড ব্যবহার করতে হবে। নতুন গ্রাহকরা ১৫ টাকার সঙ্গে পেয়ে যাবেন ২০% ছাড়। এর জন্য ব্যবহার করতে হবে JIO15 কোড।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
গ্রাহকদের জন্য সুখবর ! এবার ২০২০ টাকা ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে Jio
Open in App
হোম
খবর
ফটো
লোকাল