advertisement
1/7

প্রায় সব গাড়িতেই থাকছে অ্যানড্রয়েড অটো অথবা অ্যাপেল কার প্লে সাপোর্ট। এর সার্ভিস ব্যবহার করে সহজের গাড়িয়ে স্মার্টফোন থেকে নেভিগেশান বা কল করা যায়। কিন্তু পুরনো গাড়িতে এই ফিচার থাকে না। (Photo collected)
advertisement
2/7
এই সমস্যার সমাধানে বাজারে এসেছে নতুন এক ডিভাইস। এই JBL ডিভাইস ব্যবহার করে যে কোন গাড়িকে 'স্মার্ট কার’ করে তোলা যাবে। (Photo collected)
advertisement
3/7
এই ডিভাইসে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। গাড়ি চালানোর সময় কন্ঠস্বর ব্যবহার করে এই ডিভাইস থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। (Photo collected)
advertisement
4/7
ভয়েস কল করার জন্য JBL লিঙ্ক ড্রাইভে থাকছে ডুয়াল মাইক নয়েজ ক্যান্সেলেশান। তাই কল করার সময় রাস্তার আওয়াজ, ইঞ্জিনের আওয়াজ সহজেই কাটিয়ে দেবে এই ডিভাইস। (Photo collected)
advertisement
5/7
গাড়িতে থাকা ১২ ভোল্ট সকেটে লাগাতে হবে এই ডিভাইস। এছাড়াও যে কোন অ্যানড্রয়েড অথবা আইফোনের অকজিলিয়ারি পোর্টের সাথে কানেক্ট করতে হবে এই ডিভাইস। (Photo collected)
advertisement
6/7
গাড়িতে ব্লুটুথ থাকলে স্মার্টফোন ও গাড়ির অডিও সিস্টেমের সাথে এই ডিভাইস পেয়ার করা যাবে। ব্লু টুথ না থাকলে অকজিলিয়ারি পোর্ট থেকে কানেক্ট করতে হবে JBL লিঙ্ক ড্রাইভ। (Photo collected)
advertisement
7/7
এর পরে আপনার গাড়িতে সব ধরনের 'স্মার্ট কার’ ফিচার চালু হয়ে যাবে। (Photo collected)