TRENDING:

Inverter AC vs Non Inverter AC: এসি কেনার প্ল্যান? ইনভার্টার নাকি নন-ইনভার্টার বেস্ট? কোনটির বিদ্যুৎ খরচ অনেকটা কম? কীসে মেলে ননস্টপ কুলিং? জানুন

Last Updated:
Inverter AC vs Non Inverter AC: গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ। অনেকেই এই মুহূর্তে নতুন এসি কেনার প্ল্যানিং করছেন। কিন্তু ভেবে পাচ্ছেন না ইনভার্টার এসি নাকি নন-ইনভার্টার এসি কিনবেন। দুটি প্রযুক্তির মধ্যে কী এমন পার্থক্য? কোনটিতে বিল কম আসে বা বেশি? জানুন...
advertisement
1/8
ইনভার্টার নাকি নন-ইনভার্টার এসি বেস্ট?কোনটির বিদ্যুৎ খরচ অনেকটা কম?কীসে মেলে ননস্টপ কুলিং?
*Inverter AC vs Non Inverter AC: গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ। অনেকেই এই মুহূর্তে নতুন এসি কেনার প্ল্যানিং করছেন। কিন্তু ভেবে পাচ্ছেন না ইনভার্টার এসি নাকি নন-ইনভার্টার এসি কিনবেন। দুটি প্রযুক্তির মধ্যে কী এমন পার্থক্য? কোন বিল কম আসে বা বেশি? জানুন... সংগৃহীত ছবি।
advertisement
2/8
*কম্প্রেসারের পার্থক্যঃ ইনভার্টার এসিতে ব্যবহৃত কম্প্রেসারের গতি ঘরের তাপমাত্রা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। এটি ধীরে ধীরে ঘর ঠান্ডা করে। কমপ্রেসর পুরোপুরি বন্ধ হয় না। ঘর ঠান্ডা হয়ে গেলে মোটর চলার গতি কমে যায়। নন-ইনভার্টার এসির ক্ষেত্রে কম্প্রেসার একটি নির্দিষ্ট গতিতে চলে এবং সম্পূর্ণ বন্ধ বা সম্পূর্ণ চালু হয়। ফলে এটি ঘনঘন অন-অফ হয় এবং বেশি বিদ্যুৎ খরচ করে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*বিদ্যুৎ খরচঃ ইনভার্টার এসি এগিয়ে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে। ইনভার্টার প্রযুক্তির এসি বিদ্যুৎ খরচে অনেকটাই সাশ্রয়ী। কারণ, এটি প্রয়োজন অনুসারে শক্তি খরচ করে। ঘরে কতজন মানুষ আছেন কিংবা বাইরের আবহাওয়া কেমন, সেই অনুযায়ী ইনভার্টার এসি নিজেকে মানিয়ে তবেই চলে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*ইনভার্টার এসিতে ব্যবহৃত ‘পালস উইথড মডুলেশন’ (PWM) প্রযুক্তির ফলে কম্প্রেসার একটি নির্দিষ্ট গতিতে চলে। ফলে দ্রুত ঠান্ডা হয় ঘর, কম্প্রেসারের উপর চাপ পড়ে না। এসির আয়ু বৃদ্ধি পায়। রক্ষণাবেক্ষণের প্রয়োজনও কম হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*নন-ইনভার্টার এসিগুলিতে সাধারণত পুরনো ধরণের রেফ্রিজারেন্ট ব্যবহার করে বানানো হয়, যেগুলি পরিবেশবান্ধব নয়। ইনভার্টার এসিতে ব্যবহৃত হয় R32-এর মতো পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*আর্দ্রতা নিয়ন্ত্রণে কার্যকরঃ ইনভার্টার এসি আর্দ্রতা দূর করতে কার্যকর, আর্দ্র পরিবেশে ইনভার্টার এসি দারুণ কার্যকর। তাপমাত্রার হঠাৎ পরিবর্তনের সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে পারে, ফলে ঘর থাকে সমান ঠান্ডা। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*যদিও ইনভার্টার এসির প্রাথমিক দাম তুলনামূলক বেশি, তবে এটি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সাশ্রয় করে এবং রক্ষণাবেক্ষণ খরচ কম। নন-ইনভার্টার এসি কেনার সময় সস্তা হলেও ভবিষ্যতে বিদ্যুৎ বিল বেশি আসে, রক্ষণাবেক্ষণ খরচও বেশ খানিকটা বেশি। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*যদি আপনি দীর্ঘমেয়াদি সাশ্রয়ের কথা ভাবেন এবং পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তির এসি চান, তাহলে ইনভার্টার এসিই কিনতে পারেন। তবে কম খরচে প্রাথমিকভাবে এসি কিনতে চাইলে নন-ইনভার্টার এসিও কেনা যায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Inverter AC vs Non Inverter AC: এসি কেনার প্ল্যান? ইনভার্টার নাকি নন-ইনভার্টার বেস্ট? কোনটির বিদ্যুৎ খরচ অনেকটা কম? কীসে মেলে ননস্টপ কুলিং? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল