TRENDING:

Instagram- এ এবার গোপনে চালাতে পারবেন এই কাজ! চেষ্টা করেও ধরতে পারবে না কেউ! জানলে অবাক হবেন!

Last Updated:
আবার উল্টোটাও হয়। পোস্টে পর্যাপ্ত ‘লাইক’ না পড়লে মন খারাপ হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে বারবার সোশ্যাল মিডিয়া খুলে দেখার ইচ্ছা জাগে, কেউ ‘লাইক’ করল! এও এক ধরণের মোহ।
advertisement
1/8
Instagram- এ এবার গোপনে চালাতে পারবেন এই কাজ! চেষ্টা করেও ধরতে পারবে না কেউ!
কোনও পোস্টে ‘লাইক’ পড়লেই মন খুশিতে নেচে ওঠে। মুখের হাসি চওড়া হয়। আসলে এ সবই ডোপামিনের খেলা। গবেষণায় দেখা গিয়েছে, পোস্টে ‘লাইক’ দেখলেই মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়। মন আনন্দে ভরে ওঠে।
advertisement
2/8
আবার উল্টোটাও হয়। পোস্টে পর্যাপ্ত ‘লাইক’ না পড়লে মন খারাপ হয়ে যায়। কাজের মধ্যেবারবার সোশ্যাল মিডিয়া খুলে দেখার ইচ্ছা জাগে, কেউ ‘লাইক’ করল! এও এক ধরণের মোহ। এ থেকে বাঁচার একমাত্র উপায় হল, ইনস্টাগ্রাম পোস্টে লাইকের সংখ্যা লুকিয়ে ফেলা।
advertisement
3/8
ইউজার অনায়াসে ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা ‘হাইড’ করতে পারেন। পাবলিক বা ক্রিয়েটর অ্যাকাউন্টেও এই অপশন রয়েছে। ইউজার যে পোস্টের লাইক সংখ্যা হাইড করবেন, তাঁর ফলোয়ার্সরা শুধু সেই পোস্টের লাইক সংখ্যাই দেখতে পাবেন না। বাকি পোস্টে দেখা যাবে। একইভাবে কোনও পোস্ট কত শেয়ার হল, তাও হাইড করে রাখা যায়।
advertisement
4/8
ইনস্টাগ্রামে লাইকের সংখ্যা হাইড করার প্রক্রিয়া খুব সহজ। সেটিংসে একটা পরিবর্তন করতে হবে শুধু। অ্যান্ড্রয়েড বা আইওএস চালিত স্মার্টফোন থেকেই এটা করা যায়। পিসি বা ল্যাপটপ থেকে করতে চাইলে ওয়েব ব্রাইজার খুলতে হবে।
advertisement
5/8
ইনস্টাগ্রাম পোস্টে লাইক সংখ্যা হাইড করার পদ্ধতি: ইনস্টাগ্রামে পোস্ট বা রিলসে লাইক সংখ্যা দু’ভাবে হাইড করতে পারেন ইউজার। পোস্ট করার পর বা নতুন কিছু পোস্ট করার সময়। শুধু সেটিংসে একটা পরিবর্তন হবে খালি।
advertisement
6/8
পোস্ট করার পর: প্রথমে ফোনে ইনস্টাগ্রাম খুলতে হবে। এবার ইউজার যে পোস্টের লাইক সংখ্যা হাইড করতে চান, যেতে হবে সেই পোস্টে। পোস্টের উপরের ডানদিকে রয়েছে থ্রি ডট মেনু। সেখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু খুলে যাবে। তাতে বেশ কিছু অপশন দেখতে পাবেন ইউজার। সেখান থেকে “হাইড লাইক কাউন্ট টু আদার্স” অপশনে ক্লিক করতে হবে। তাহলে ওই পোস্টে কত লাইক হয়েছে আর কেউ দেখতে পাবে না।
advertisement
7/8
পোস্ট করার সময়: ইনস্টাগ্রামে নতুন কোনও পোস্ট করার সময় ‘অ্যাডভান্সড সেটিংস’-এ গিয়ে ‘হাইড কাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই সেই পোস্টের লাইক সংখ্যা আর দেখতে পাবেন না ফলোয়ার্স বা অন্য কোনও ইনস্টাগ্রাম ইউজার।
advertisement
8/8
লাইক নিয়ে ইউজারদের দুশ্চিন্তার শেষ নেই। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটরদের। এর প্রভাব পড়ে কনটেন্টের উপর। এই পদ্ধতিতে শুধু ফলোয়ার্সদের নজর থেকে তো বটেই, নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Instagram- এ এবার গোপনে চালাতে পারবেন এই কাজ! চেষ্টা করেও ধরতে পারবে না কেউ! জানলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল