Immersion Rod vs Geyser: গিজার নাকি হিটিং রড! সস্তায় গরম জল পেতে কোনটি ব্যবহার করবেন? কমে যাবে বিদ্যুতের খরচ, শীত পড়ার আগেই বিশদে জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Immersion Rod vs Geyser: হিটিং রড নাকি গিজার, এই দুটির মধ্যে কোনটি ব্যবহার বেশি লাভজনক? সস্তায় গরম জল পেতে কোনটা ব্যবহার করা যাবে জেনে নিন৷
advertisement
1/9

কনকনে ঠান্ডা পড়তে এখনও বেশ দেরি৷ তবু বাতাসে ইতিমধ্যেই অল্প শীতের আমেজ৷ শীতে জল গরম করার জন্য মূলত দুটি জিনিস বেশিরভাগ বাড়িতে ব্যবহার করা হয়৷ একটি হল গিজার, অন্যটি হিটিং রড বা ইমারসন রড৷
advertisement
2/9
কিন্তু হিটিং রড নাকি গিজার, এই দুটির মধ্যে কোনটি ব্যবহার বেশি লাভজনক? সস্তায় গরম জল পেতে কোনটা ব্যবহার করা যাবে জেনে নিন৷
advertisement
3/9
হিটিং রডের দাম কম৷ তুলনামূলকভাবে গিজারের দাম একটু বেশি৷ কিন্তু দুটিই চলে বিদ্যুতে৷ ফলে এই মেশিনের ব্যবহারেই বিদ্যুতের খরচও রয়েছে৷ সুতরাং সব মিলিয়ে কোনটিতে খরচ কম হবে দেখে নেওয়া যাক৷
advertisement
4/9
গিজার হোক বা ইমারসন রড, যে কোনও জিনিসের দামই স্থান বিশেষ বদলে যায়৷ আলাদা আলাদা কোম্পানির ক্ষেত্রেও দামের ফারাক হতে পারে৷ তবে মোটামুটি ভাবে বলা যায় বাজারে ২০০ থেকে ৬০০ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় ইমারসন রড৷
advertisement
5/9
ইমারসন ব্যবহার করার উপায়ও বেশ সহজ৷ এই রডকে বালতিতে জল নিয়ে ডুবিয়ে রাখতে হয়৷ স্যুইচ অন করলেই জল গরম হয়৷ বেশ কম গরম হয়ে যায় এক বালতি জল৷
advertisement
6/9
মোটামুটিভাবে বলা যায়, একটি ১.৫ kW এর ইমারশন রড যদি আধ ঘণ্টা চলে তাহলে প্রায় ০.৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। এমন পরিস্থিতিতে যদি বিদ্যুতের প্রতি ইউনিট দাম ১০ টাকা ধরে নেওয়া হয়, তাহলে এটি দিনে ৭ থেকে ৮ টাকার খরচ দিতে পারে। এমন পরিস্থিতিতে মাসে ইমারশন রড ব্যবহার করার খরচ প্রায় ২২৫ থেকে ২৩০ টাকা পর্যন্ত থাকতে পারে।
advertisement
7/9
গিজারের দাম ইমারসন রডের থেকে বেশি৷ ভাল ৩ লিটার ইনস্ট্যান্ট গিজার বাজারে ২০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। এর চেয়েও দামিও রয়েছে৷ এর পাওয়ার রেটিং প্রায় ৩ kW পর্যন্ত হয়। এটিকে ১০ মিনিট ব্যবহার করলে এটি ০.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। যদি প্রতিদিন এটিকে দিনে একবার এতক্ষণ ব্যবহার করা হয়, তাহলে মাসে এর বিল ১৫০ টাকা পর্যন্ত আসে।
advertisement
8/9
প্রাথমিক দাম হিসেবে ইমারসন রড গিজারের তুলনায় বেশ সস্তা৷ কিন্তু সাধারণ ব্যবহারের সময় গিজার, ইমারশন রডের তুলনায় সস্তা পড়ে৷ কারণ গিজারে অটো কাটের ফিচার থাকে, যা ইমারসন রডে থাকে না৷ অর্থাৎ জল গরম হয়ে যাওয়ার পর আপনা থেকেই বন্ধ হয়ে গিজার৷ ফলে বিদ্যুতের খরচ নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায়৷
advertisement
9/9
অন্যদিকে ইমারসন রডের দাম তুলনামূলক ভাবে কম হলেও এতে অটো কাটের কোনও বন্দোবস্ত থাকে না৷ ফলে বিদ্যুতের খরচ জল গরম হওয়ার পরেও চলতে থাকে৷ তাই বিদ্যুতের দিক থেকে বিচার করলে তুলনামূলকভাবে সস্তার নিরিখে এগিয়ে থাকবে গিজার৷ যদিও ইমারসন সঠিক সময়ে লক্ষ্য রেখে বন্ধ করলে আর কোনও সমস্যা হবে না৷