TRENDING:

Toll Tax: টোল ট্যাক্সের টাকা বাঁচবে সহজেই, গুগল ম্যাপ ব্যবহার করার কায়দাটা জানেন তো?

Last Updated:
অনেকেই জানেন না যে, গুগল ম্যাপ ব্যবহার করে টোল ট্যাক্স বাঁচানো সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
1/7
টোল ট্যাক্সের টাকা বাঁচবে সহজেই, গুগল ম্যাপ ব্যবহার করার কায়দাটা জানেন তো?
গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজেই কম সময়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া যায়। বিভিন্ন ঠিকানা বা জায়গা খুঁজে পেতে অনেকেই গুগল ম্যাপ ব্যবহার করে থাকেন। এর জন্য ইউজারদের কাছে গুগল ম্যাপের চাহিদা বেড়ে চলেছে।
advertisement
2/7
এই কথা মাথায় রেখে গুগল ম্যাপে যুক্ত করা হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার। বর্তমানে বিভিন্ন কোম্পানির ডেলিভারি বয়দের কাছে একমাত্র ভরসা হল গুগল ম্যাপ। বিভিন্ন ধরনের সামগ্রী খুব কম সময়ে যথা স্থানে পৌঁছে দেওয়ার জন্য গুগল ম্যাপের উপরে অনেকেই নির্ভর করেন। কিন্তু, অনেকেই জানেন না যে, গুগল ম্যাপ ব্যবহার করে টোল ট্যাক্স বাঁচানো সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
3/7
যাঁরা সারা দেশে ঘন ঘন জাতীয় হাইওয়েতে ভ্রমণ করেন, তাঁদের বিভিন্ন জায়গার অবশ্যই টোল ট্যাক্স দিতে হয়। বিভিন্ন রুটে আলাদাভাবে টোল ফি নেওয়া হয়। এই ক্ষেত্রে গুগল ম্যাপ তাঁদের জন্য সেরা ভ্রমণ সঙ্গী। কারণ গুগল ম্যাপে একটি ফিচার বিগত বছর টোলের জন্যও উপলব্ধ করা হয়। যাতে যে কোনও গন্তব্যের টোল আগে থেকেই জানা যায়। এতে সেই রুটও দেখা যায়, যাতে ইউজাররা অর্থ সঞ্চয় করতে পারেন।
advertisement
4/7
গুগল ম্যাপের মাধ্যমে প্রথমে টোল মূল্য চেক করতে ইউজারদের অ্যাপটির আপডেট এবং সর্বশেষ সংস্করণ খুলতে হবে। এর পর বর্তমান অবস্থান ও গন্তব্য নির্ধারণ করতে হবে।
advertisement
5/7
গন্তব্য সেট করার পরে ইউজাররা নিচের একটি ট্যাবে টোলের আনুমানিক খরচ দেখতে পাবেন। এরপরে কেউ যদি চান, তাহলে সেখানে নিজেদের যাত্রা শুরু করতে পারেন। এখানেও সঠিক পথের দিশা দেখা যাবে।
advertisement
6/7
কেউ যদি টোলের টাকা বাঁচাতে চান, তাহলে তাঁকে সেটিংস থেকে Route Option-এ যেতে হবে। এখানে তাঁকে Avoid Toll Roads-এর বক্সটি চেক করতে হবে, তারপর Done করতে হবে। এরপর তাঁকে টোল ছাড়াই রুট ম্যাপ দেখানো হবে।
advertisement
7/7
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Toll Tax: টোল ট্যাক্সের টাকা বাঁচবে সহজেই, গুগল ম্যাপ ব্যবহার করার কায়দাটা জানেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল