Air Conditioner: শীতে এসি দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ চালালে ঘটবে বিস্ফোরণ! চালানোর আগে অবশ্যই করুন এই ৫ কাজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How To Start Air Conditioner After Winter Seaso: শীতকালে দীর্ঘ দিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয়। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
advertisement
1/8

এবার ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই চড়তে শুরু করেছে পারদ। ফেব্রুয়ারি মাসে এমন গরম খুব কমই দেখায় যায়। কোনও বাড়িতে পাখা, কোনও কোওনও বাড়িতে আবার এসিও চলতে শুরু করেছে।
advertisement
2/8
কিন্তু শীতকালে দীর্ঘ দিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয়। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
advertisement
3/8
তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন ব্যবহার করা যেতে পারে এসি। থাকবে না কোনও দুর্ঘটনা ঘটার ভয়ও। কোন কোন নিয়ম মানতে হবে শীতের পর এসি চালানোর সময়, চলুন জেনে নেওয়া যাক।
advertisement
4/8
অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।
advertisement
5/8
যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে।
advertisement
6/8
এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন।
advertisement
7/8
বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়।
advertisement
8/8
শীতের পর পুনরায় এয়ার কন্ডিশনার চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন।