TRENDING:

১ টাকা খরচ হবে না! বাড়িতে এসি সার্ভিস করার কায়দা শিখে নিন, খরচ বাঁচবে

Last Updated:
Air Conditioner service- অনেকদিন এসি বন্ধ থাকার পর আউটডোর ইউনিট বেশ নোংরা হয়ে যায়। আপনি এটি ভ্যাকুয়াম করে ভিতরে ইনস্টল করা কনডেন্সার ফ্যান পরিষ্কার করতে পারেন।
advertisement
1/7
১ টাকা খরচ হবে না! বাড়িতে এসি সার্ভিস করার কায়দা শিখে নিন, খরচ বাঁচবে
বেশ কয়েক মাস বহু বাড়িতে এসি বন্ধ ছিল। এবার গরম পড়ছে। ফলে এসি-র দরকার পড়বে এবার। তবে এসি সার্ভিস না করে চালালে আবার আরেক বিপদ। টেকনিশিয়ান বাড়িতে ডেকে এসি সার্ভিস করালে খরচ হতে পারে অনেকটাই।
advertisement
2/7
অনেক সময় এসি-র ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলে সার্ভিস করাতে অনেক টাকা খরচ হয়ে যায়। ফলে অনেকে বাড়িতে সার্ভিস করে নেন। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
advertisement
3/7
আপনার বাড়িতে যদি স্প্লিট এসি থাকে, তবে প্রথমে বোর্ড থেকে তার সরিয়ে ফেলুন। প্রথমে এয়ার ফিল্টার সরিয়ে ফেলুন, কারণ এতে বেশিরভাগ ধুলো জমে থাকে। আপনি সামনের কভারটি খুললে একটি জালের মতো এয়ার ফিল্টার দেখতে পাবেন। সেটি বের করুন এবং কলের জল দিয়ে পরিষ্কার করুন। তাতে ধুলো যা থাকবে তা ধুয়ে সাফ হয়ে যাবে।
advertisement
4/7
এসিতে যদি ভয়ঙ্কর ঘড়ঘড়ে শব্দ হতে থাকে তাহলে বুঝতে হবে এসির কোনও সমস্যা হয়েছে। তখন দ্রুত সার্ভিসিং প্রয়োজন। সেক্ষেত্রে টেকনিশিয়ান ডাকতে হবে। তবে তেমন কোনও সমস্যা না থাকলে বাড়িতেই সার্ভিস করতে পারবেন।
advertisement
5/7
অনেক সময় এসির বাইরের অংশ সাদা থেকে হলুদ হয়ে যায়। নিয়মিত পরিষ্কার করতে হবে এমন হলে। তার জন্য আপনি কলিন ব্যবহার করতে পারেন। জলে সামান্য ভিনিগার মিশিয়ে মুছতে পারেন। এমনকী জলে কিছুটা সার্ফ দিয়েও পরিষ্কার করতে পারেন।
advertisement
6/7
অনেকদিন এসি বন্ধ থাকার পর আউটডোর ইউনিট বেশ নোংরা হয়ে যায়। আপনি এটি ভ্যাকুয়াম করে ভিতরে ইনস্টল করা কনডেন্সার ফ্যান পরিষ্কার করতে পারেন। বাইরের ইউনিটের গ্রিল খুলে পরিষ্কার করচে পারেন। একটি কাপড় দিয়ে ফ্যান পরিষ্কার করতে পারেন। আপনি ব্রাশও ব্যবহার করতে পারেন। কোনওভাবেই জল দিয়ে ধোবেন না।
advertisement
7/7
ফিল্টার একবার পরিষ্কার করার পর কেউ কেউ মাসের পর মাস পরিষ্কার করেন না। এমনটা করবেন না। ১৫ দিনে একবার খুলুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। না হলে ধুলো জমার কারণে ঘর ঠাণ্ডা ঠিকমতো হবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
১ টাকা খরচ হবে না! বাড়িতে এসি সার্ভিস করার কায়দা শিখে নিন, খরচ বাঁচবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল