Instagram-এ পোস্ট বা রিল থেকে ভিউ বাড়াতে চান? জেনে নিন ‘গোপন’ উপায়
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
শুধু মৌলিক বা সুন্দর হওয়াই শেষ কথা নয়। সেই পোস্ট কত মানুষ দেখতে পাচ্ছেন, কতজনের কাছে পৌঁছচ্ছে সেটা খেয়াল রাখাও বড় কথা
advertisement
1/11

সোশ্যাল মিডিয়া এখন আর শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নেই। বরং এখান থেকেই রোজগার করছেন অসংখ্য মানুষ। আর এই রোজগারের মূল ভিত্তিই হল কনটেন্ট।
advertisement
2/11
যেকোনও কনটেন্ট হতে হবে একেবারে মৌলিক, তবেই না মানুষের পছন্দ হবে! কিন্তু না, শুধু মৌলিক বা সুন্দর হওয়াই শেষ কথা নয়। সেই পোস্ট কত মানুষ দেখতে পাচ্ছেন, কতজনের কাছে পৌঁছচ্ছে সেটা খেয়াল রাখাও বড় কথা। গবেষকরা বলছেন, দিনের কিছু কিছু নির্ধারিত সময়ে Instagram-এ সব থেকে বেশি মানুষ সক্রিয় থাকেন। ঠিক সেই সময় যদি তাঁদের হাতে তুলে দেওয়া যায় গরম রসগোল্লার মতো কোনও কনটেন্ট তাহলে কথাই নেই।
advertisement
3/11
তবে এই ‘ঠিক’ সময়ের পিছনে ছুটতে গিয়ে কি রাতের ঘুম নষ্ট করতে হবে! মোটেও না, কারণ Instagram-এ রয়েছে পোস্ট ‘শিডিউল’ করার সুবিধা। কী ভাবে করা যাবে দেখে নেওয়া যাক—
advertisement
4/11
যাঁরা পারসোনাল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাঁদের প্রথমেই বিজনেস বা ক্রিয়েটর অ্যাকাউন্টে স্যুইচ করে যেতে হবে। এটা সহজ এবং বিনামূল্য একটি পদ্ধতি।
advertisement
5/11
মনে রাখতে হবে এই শিডিউল করার ফিচারটি কাজ করে শুধুমাত্র পোস্ট এবং রিলের ক্ষেত্রে। স্টোরির ক্ষেত্রে নয়।
advertisement
6/11
প্রথমে Instagram-এ গিয়ে + icon-এ যেতে হবে। সেখানে Post বা Reel ট্যাপ করে তা তৈরি করে নিতে হবে।
advertisement
7/11
সমস্ত এডিটের কাজ শেষ হয়ে গেলে, ক্যাপশন লিখে নিচের দিকে স্ক্রোল করে স্ক্রিনের একেবারে শেষে এসে ট্যাপ করতে হবে Advance Settings-এ।
advertisement
8/11
এখানেই Schedule অপশন পাওয়া যাবে। দিন এবং সময় বেছে নিতে হবে। এরপর Back ট্যাপ করে ফিরে যেতে হবে এবং Share অপশন বেছে নিতে হবে।
advertisement
9/11
যদি কোনও পরিবর্তন বা পরিমার্জন করতে হয় তাহলে Instagram প্রোফাইল পিকচারে ট্যাপ করে menu icon-এ যেতে হবে।
advertisement
10/11
সেখানে Scheduled content-এ গিয়ে নির্দিষ্ট রিলের তিনটি ডট-এ ট্যাপ করতে হবে। সেখানেই আসবে edit, reschedule, share now বা delete অপশন। যেকোনটি বেছে নিতে হবে নিজের প্রয়োজন মতো।
advertisement
11/11
এক সঙ্গে ৭৫ দিনের জন্য ২৫ টি পোস্ট শিডিউল করা যেতে পারে।