ইলেকট্রিক বিল কম আসবেই, শুধু মেনে চলতে হবে এই পাঁচ টোটকা! খুবই সহজ কাজ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Electric bill: ইলেকট্রিক বিল কমে যাবে হু হু করে। সহজ কাজটা শিখে নিন।
advertisement
1/6

বিদ্যুৎ বিল সাধারণ মানুষের জন্য টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিল বেশি হলে পুরো মাসের বাজেটে টান পড়ে। তবে কিছু টিপস এবং অভ্যাস পরিবর্তন করে বিল কমানো যেতে পারে।
advertisement
2/6
BLDC পাখা এখন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। সাধারণ পাখার থেকে এই পাখা চলতে ৬০ শতাংশ কম বিদ্যুৎ প্রয়োজন হয়।
advertisement
3/6
বাড়ির সমস্ত CFLs বদলে নিতে পারেন। LED বাল্ব আপনার ইলেকট্রিক বিল কমিয়ে দেবে।
advertisement
4/6
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) দ্বারা জারি করা BEE স্টার লেবেলগুলি দেখে ডিভাইস কিনতে পারলে ভাল। স্টার রেটিং এক থেকে পাঁচ পর্যন্ত হয়। পাঁচটি তারা সবচেয়ে কার্যকর ডিভাইস। 5 স্টার রেটিং সহ একটি ডিভাইস 1 স্টার রেটেড ডিভাইসের তুলনায় ৩০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।
advertisement
5/6
বেশিরভাগ মানুষ রিমোট ব্যবহার করে এসি বা টিভি বন্ধ করে দেন। কিন্তু এমনটা করার পরেও এই ডিভাইসগুলি স্ট্যান্ডবাই মোডে থাকে। ফলে বিদ্যুৎ খরচ হয়। অতএব, যন্ত্রগুলি সম্পূর্ণরূপে বন্ধ করলে বিদ্যুৎ সাশ্রয় হবে।
advertisement
6/6
এসি চালালে বিদ্যুৎ বেশি খরচ হবেই। তবে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালাতে পারলে বিদ্যুতের বিল কিছুটা কম আসবে।