TRENDING:

Technology Knowledge Story: WhatsApp-এ কেউ ব্লক করেছে? বুঝে যান 'এই' সহজ বিষয়ে...

Last Updated:
Technology Knowledge Story: আপনাকে কোন ব্যক্তি WhatsApp-এ ব্লক করলে আপনি আর সেই ব্যক্তির স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন না। তাঁর About-এ কোনও তথ্য দেখা যাবে না।
advertisement
1/10
WhatsApp-এ কেউ ব্লক করেছে? বুঝে যান 'এই' সহজ বিষয়ে...
সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্ব জুড়ে এর অসংখ্য ইউজার রয়েছে।
advertisement
2/10
লক্ষ লক্ষ ইউজার WhatsApp ব্যবহার করে ভিডিও কল এবং অডিও কলের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ স্থাপন করে।
advertisement
3/10
WhatsApp প্রায় সবসময়ই আমাদের ফোনে লগ ইন করা থাকে। এখন যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় WhatsApp।
advertisement
4/10
এর মাধ্যমে মেসেজ সেন্ড করা থেকে শুরু করে বিভিন্ন ছবি ও ভিডিও সেন্ড করা হয়। আবার বিশ্বের এক প্রান্ত থেকে যে কোনও প্রান্তে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখা সম্ভব।
advertisement
5/10
ফোনে WhatsApp-এর মাধ্যমে চ্যাটিং দ্রুত হলেও ওয়েবে সুবিধা কম থাকে।
advertisement
6/10
WhatsApp -এ প্রোফাইল ছবির ঠিক নীচে অ্যাক্টিভিটি স্ট্যাটাস দেখা যায়। অনলাইন, টাইপিং অথবা লাস্ট সিন না দেখা না গেলে তিনি আপনাকে ব্লক করতে পারেন। আবার এমনও হয় তিনি এই বিষয়গুলি হাইড করে রেখেছেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় হতে পারে।
advertisement
7/10
একবার ব্লক করলে আপনি WhatsApp-এ ভয়েস কিংবা ভিডিও কল করতে পারবেন না।
advertisement
8/10
WhatsApp-এ ব্লক করলে আপনার পাঠানো মেসেজ আর ডেলিভার হবে না। পাশে একটা টিক দেখা যাবে।
advertisement
9/10
আপনাকে কোন ব্যক্তি WhatsApp-এ ব্লক করলে আপনি আর সেই ব্যক্তির স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন না। তাঁর About-এ কোনও তথ্য দেখা যাবে না।
advertisement
10/10
কেউ আপনাকে ব্লক করেলে কোনও গ্রুপে তাঁকে অ্যাড করতে পারবেন না। এই সব বিষয় একত্রে ঘটলে বুঝে নেবেন আপনি ব্লকড।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Technology Knowledge Story: WhatsApp-এ কেউ ব্লক করেছে? বুঝে যান 'এই' সহজ বিষয়ে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল