TRENDING:

Aadhaar Card on WhatsApp: WhatsApp-এই ডাউনলোড করুন আধার কার্ড! সরকারি চ্যাটবটের মাধ্যমে মিলবে এই বিশেষ সুবিধা

Last Updated:
Aadhaar Card on WhatsApp: UIDAI ওয়েবসাইটে না গিয়েই WhatsApp-এ আধার কার্ড ডাউনলোড করুন MyGov চ্যাটবটের মাধ্যমে। কয়েক মিনিটেই পাসওয়ার্ড-প্রোটেক্টেড ই-আধার পিডিএফ পাবেন।
advertisement
1/6
আধার কার্ড ডাউনলোড এখন জলের মতো সহজ! জেনে নিন অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর ও পদ্ধতি
আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। UIDAI দ্বারা জারি করা আধার কার্ডে ব্যবহারকারীর বায়োমেট্রিক এবং জনসংখ্যাতাত্ত্বিক তথ্য থাকে। এটি বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্দেশ্যে ব্যবহৃত হয়। লোকেরা সাধারণত UIDAI ওয়েবসাইট থেকে তাদের আধার কার্ড ডাউনলোড করে, কিন্তু অনেকেই জানেন যে আধার কার্ড WhatsApp-এও ডাউনলোড করা যায়!
advertisement
2/6
যে কেউ সরকারের MyGov হেল্পডেস্ক চ্যাটবটের মাধ্যমে WhatsApp-এ নিজের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর ফলে UIDAI ওয়েবসাইটে যাওয়ার, ক্যাপচা পূরণ করার বা অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না। কয়েক মিনিটের মধ্যেই WhatsApp-এ পাসওয়ার্ড-প্রোটেক্টেড ই-আধার PDF পাওয়া যাবে। আগে যদিও আধার কার্ড ডাউনলোড করার জন্য UIDAI ওয়েবসাইট বা DigiLocker অ্যাপ ব্যবহার করতে হত।
advertisement
3/6
একটি ডিজিলকার অ্যাকাউন্ট থাকা অপরিহার্য:এই বৈশিষ্ট্যটি কাজে আসবে যখন হঠাৎ করে কোথাও আধার দেখাতে হবে, যেমন ব্যাঙ্কের কাজ, সিম রিচার্জ, সরকারি কাজ বা যে কোনও জরুরি কাজ। মোবাইল নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে এবং একটি ডিজিলকার অ্যাকাউন্ট (সেটাও আধারের সঙ্গে লিঙ্ক করা) থাকতে হবে। যদি ডিজিলকার না থাকে, তাহলে অ্যাপ বা ওয়েবসাইটে কয়েক মিনিটের মধ্যে একটি তৈরি করে নেওয়া যায়।
advertisement
4/6
এর জন্য নিম্নলিখিত জিনিসগুলো থাকতে হবে:সক্রিয় মোবাইল নম্বর, যা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।একটি সক্রিয় ডিজিলকার অ্যাকাউন্ট।ফোনে MyGov হেল্পডেস্কের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি সেভ থাকা উচিত: +91-9013151515
advertisement
5/6
ডাউনলোড করার সহজ উপায় (ধাপে ধাপে):- সবার প্রথমে ফোনে +91-9013151515 নম্বরটা MyGov হেল্পডেস্ক নামে সেভ করে নিতে হবে।- WhatsApp খুলতে হবে এবং এই নম্বরে Hi অথবা Namaste মেসেজ পাঠাতে হবে।- চ্যাটবটটি বেশ কয়েকটি বিকল্প দেখাবে, সেখান থেকে DigiLocker Services নির্বাচন করে নিতে হবে।- ডিজিলকার অ্যাকাউন্ট কনফার্ম করতে হবে এবং নিজের ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
advertisement
6/6
- রেজিস্টার করা মোবাইলে OTP আসবে, চ্যাটে এটি এন্টার করাতে হবে এবং ভেরিফাই করতে হবে।- উপলব্ধ নথির তালিকা থেকে আধার নির্বাচন করতে হবে।- কয়েক সেকেন্ডের মধ্যেই আধার কার্ড হোয়াটসঅ্যাপ চ্যাটে PDF ফর্ম্যাটে চলে আসবে। এটি ডাউনলোড করতে হবে।- এই আধার পিডিএফ পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত। একবারে শুধুমাত্র একটি ডকুমেন্ট ডাউনলোড করা যাবে। পাসওয়ার্ড হবে: নিজের নামের প্রথম ৪টি অক্ষর ইংরেজিতে বড় হাতের অক্ষরে + জন্ম বছর, যেমন RAHU1990)। এই সুবিধাটি 24×7 পাওয়া যাবে এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Aadhaar Card on WhatsApp: WhatsApp-এই ডাউনলোড করুন আধার কার্ড! সরকারি চ্যাটবটের মাধ্যমে মিলবে এই বিশেষ সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল