হোয়াটসঅ্যাপ ডিপিতে কোন ছবি রাখেন? সাবধান! আজ যা হল, বুক কেঁপে যাবে শুনলে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
WhatsApp DP fraud- সাইবার প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। অনেকেই টাকা খুইয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে খোয়া যাওয়া টাকা আর ফেরত পাননি। বহু ক্ষেত্রে চোর ধরতে পারেনি পুলিশ।
advertisement
1/6

ফোনের হোয়াটসঅ্যাপের ডিপি-তে কেমন ছবি রাখেন! আজ আমরা যে ঘটনার কথা বলব তাতে এর পর থেকে ডিপিতে নিজের ছবি রাখার আগে ২বার ভাবতে পারেন!
advertisement
2/6
অনেকেই নিজের ঝকঝকে ছবি হোয়াটসঅ্যাপ ডিপিতে রাখতে পছন্দ করেন। অনেকে আবার ফুল, ফল, পাখি বা প্রকৃতির অন্য কোনও কিছু রাখেন। কোনটা ঠিক, কোনটা রাখলে ভাল, এই নিয়ে প্রশ্নও রয়েছে অনেকের মনে।
advertisement
3/6
মুম্বইয়ে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ ডিপি নকল করে প্রায় ৪ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। নতুন ফোন নম্বর দেখে প্রথমে সন্দেহ হয়েছিল প্রতিষ্ঠানের এক কর্মীর। তবে ডিপির ছবি এক থাকার জন্য তিনি আর বেশি ভাবেননি।
advertisement
4/6
মুম্বইতে এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে। সাইব্রার ক্রাইম তদন্তে নেমেছে। যে অ্যাকাউন্টে সমস্ত টাকা গিয়েছে তার খোঁজ করা হচ্ছে।
advertisement
5/6
যে ব্যক্তির ডিপি ব্যবহার করে টাকা তোলা হয়েছে তিনি বিষয়টি নিয়ে কিছুই জানেন না। তাঁর নাম করে টাকা তুলে নিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ মনে করছে, এর পিছনে কোনও গ্যাং রয়েছে। তবে তাদের ধরাটা বড় চ্যালেঞ্জ।
advertisement
6/6
সাইবার প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। অনেকেই টাকা খুইয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে খোয়া যাওয়া টাকা আর ফেরত পাননি। বহু ক্ষেত্রে চোর ধরতে পারেনি পুলিশ।