TRENDING:

Hidden Camera: ট্রায়াল রুম বা হোটেলের ঘরে গোপন ক্যামেরা নেই তো? বুঝুন এই সহজ উপায়ে

Last Updated:
Hidden Camera: আপনার পোশাক বদলের ভিডিও গোপনে কেউ করছে না তো? চেক করে নিন এই সহজ উপায়ে!
advertisement
1/6
ট্রায়াল রুম বা হোটেলের ঘরে গোপন ক্যামেরা নেই তো? বুঝুন এই সহজ উপায়ে
হোটেলে বা শপিংমল কিংবা জামাকাপড়ের দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন কী করে? আমরা খেয়াল করিনা এমনকি ভাবতেও পারি না যে এই সব জায়গায় গোপন ক্যামেরা থাকতে পারে! কিন্তু আপনার অজান্তেই আপনার গোপন মুহূর্ত ক্যামেরা বন্দি হয়ে যেতে পারে কিন্তু! তাই সজাগ থাকতে যা যা করবেন। photo source camera
advertisement
2/6
প্রথমেই ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখে নিন! চোখে পড়তেও পারে কোনও ছোট ক্যামেরার মতো কিছু। সন্দেহ হলেই লোক ডাকুন বা সেখান থেকে বেরিয়ে আসুন। photo source camera
advertisement
3/6
হ্যাঙার, কাঠের দেয়ালের খাঁজেও চোখ রাখুন! অনেক সময় হ্যাঙারের আড়ালে ছোট ক্যামেরা লুকিয়ে রাখা হতে পারে! কাঠের দেওয়ালের ফাঁকেও থাকতে পারে গোপন চোখ। photo source camera
advertisement
4/6
আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা আছে! আয়নার পিছনে যদি অন্য ঘর থাকে তাহলে কিন্তু সতর্ক হতে হবে! অনেক সময় থাকতে পারে ক্যামেরা! ভাল করে না দেখে কিন্তু অভিযোগ করবেন না! photo source camera
advertisement
5/6
দরজায় যেভাবে টোকা দেন, আয়নায়ও সেভাবে টোকা দিন! যদি আয়না থেকে ফাঁপা শব্দ আসে তবে সাবধান হতে হবে! এরপর আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে। সাবধান হতে হবে!photo source camera
advertisement
6/6
পোশাক বদলের সময় ট্রায়াল রুমে থাকা আলো নিভিয়ে দিন। পোশাক বদল হয়ে গেলে আলো জ্বেলে চেক করে নিন পোশাক ঠিক আছে কিনা! আলো বন্ধ থাকলে গোপন ক্যামেরা থাকলেও কিছু লাভ হবে না!photo source camera
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Hidden Camera: ট্রায়াল রুম বা হোটেলের ঘরে গোপন ক্যামেরা নেই তো? বুঝুন এই সহজ উপায়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল