Google Search: কী সার্চ করছেন গুগলে? এইসব জিনিস নয় তো? খুব সাবধান! হতে পারে জেলও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Google Search Alert: জানেন কী এমন বেশ কিছু জিনিস রয়েছে, যা গুগলে সার্চ করা একাবারেই উচিত নয়। ভুলবশত সার্চ করলে আইনি সমস্যায় পড়তে হতে পারে। এমনকী জেল পর্যন্তও হতে পারে। এখনই জেনে নিন, নাহলেই বিপদ।
advertisement
1/6

মনে প্রশ্ন? কোনও বিষয়ে জানার ইচ্ছে? কোনও কিছু খোঁজার ইচ্ছে? যেকোনও জিজ্ঞাসা মনে এলেই আর একটি নামও সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে, গুগল। বর্তমানে চাই প্রায় প্রত্যেকের জীবনে প্রতিটি মুহূর্তের সঙ্গী হয়ে উঠেছে গুগল।
advertisement
2/6
সারাদিনে কত কীই না গুগলে সার্চ করি আমরা। হেন প্রশ্ন নেই, যার উত্তর গুগলের জানা নেই। গুগলের দৌলতে তথ্যের ভাণ্ডার এখন প্রত্যেকের পকেটে। স্মার্টফোনে কয়েকটা অক্ষর টাইপ করলেই কেল্লাফতে।
advertisement
3/6
কিন্তু জানেন কী এমন বেশ কিছু জিনিস রয়েছে, যা গুগলে সার্চ করা বারণ। ভুলবশত সার্চ করলে আইনি সমস্যায় পড়তে হতে পারে। এমনকী জেল পর্যন্তও হতে পারে। এখনই জেনে নিন, নাহলেই বিপদ।
advertisement
4/6
বোমা তৈরির উপায়- বোমা তৈরির উপায় অনুসন্ধান করা উচিত নয়। গুগলে ভুল করেও সার্চ করবেন না ‘হাউ টু মেক বম্ব’। অপরাধ এবং নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলি নজর রাখবে ওই অ্যাকাউন্টের উপর।
advertisement
5/6
চাইল্ড পর্নোগ্রাফি- শিশুদের সম্পর্কিত পর্নোগ্রাফিও সার্চ করা আইনত অপরাধ। পকসো আইন অনুযায়ী, ব্যক্তির জেলও হতে পারে।
advertisement
6/6
হ্যাকিং সম্পর্কিত টিউটোরিয়াল বা সফ্টওয়্যার অনুসন্ধান করাও বেআইনি। তাই এই ধরণের বিষয়ে সার্চ করলেও বিপদে পড়তে হতে পারে।